২০ টাকার আংটি চুরির অভিযোগ, তারাপীঠে বিহারী পুণ্যার্থীর পরিবারকে বেধড়ক মারধর!

Tarapith

প্রীতি পোদ্দার, তারাপীঠ: কয়েক মাস আগে ভিন রাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে বেশ সরগরম পরিস্থিতি তৈরি হয়েছিল রাজনৈতিক অন্দরে। শাসকদল তৃণমূল কংগ্রেস ক্রমাগত বিজেপিদের ধিক্কার জানিয়ে এসেছিল এই কারণে। এমতাবস্থায় নির্বাচনের কয়েক মাস আগে ঘটলো আরেক ঘটনা। এবার ভিন রাজ্যে বাঙালি নয় বরং বাংলায় এবার বিহারী পুণ্যার্থীদের মাত্র ২০ টাকার আংটি চুরির অপবাদে মার খেতে হল। ধুন্ধুমার পরিস্থিতি এবার তারাপীঠ (Tarapith) চত্বরে।

ঘটনাটি কী?

রিপোর্ট মোতাবেক, বিহারের কাটিহার জেলার রসনা এলাকা থেকে সপরিবারে পুজো দিতে এসেছিলেন আনন্দকুমার সাহা নামের এক ব্যক্তি। মন্দিরে পুজো দিয়ে ফেরার সময়ে তারাপীঠের একটি দোকানে গিয়েছিলেন তাঁরা। সেখানে আনন্দবাবু তাঁর ছেলের জন্য ২০ টাকা মূল্যের একটি আংটি কিনতে যান। তখনই দোকানদার তাঁদের বিরুদ্ধে আংটি চুরির অপবাদ তোলেন। সেই নিয়ে শুরু হয় ব্যাপক তর্কাতর্কি। বাকবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছয় যে দোকানদার এবং স্থানীয় কিছু লোকজন সেই বিহারী পুণ্যার্থীদের ওপর চড়াও হয়। মারধর করা হয় মহিলা পুণ্যার্থীকেও। পরিণতিতে মাথা ফেটে গিয়ে রক্তাক্ত হন এক পুণ্যার্থী। ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। এর পরেই বিষয়টি জানিয়ে তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার সহ ৯৪টি প্রকল্প ডালায় রাজ্য সরকার, ১৫ বছরের রিপোর্ট কার্ড পেশ মুখ্যমন্ত্রীর

গ্রেপ্তার ২ কর্মচারী

তারাপীঠ থানার পুলিশ জানিয়েছে, আক্রান্ত পুণ্যার্থীরা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে অভিযুক্ত দোকানদারেরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে দাবি স্থানীয়দের। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে ওই দোকানের দুই কর্মচারীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকা জুড়ে। এদিকে এই ঘটনায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তারাপীঠ এলাকায়। তবে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

Leave a Comment