২০% বাড়ল চার্জ! উৎসবের মরসুমে গ্রাহকদের বড় ঝটকা দিল Zomato

zomato platform fee

সহেলি মিত্র, কলকাতা: Swiggy -র পর এবার খাদ্যপ্রেমীদের জোরদার ধাক্কা দিল Zomato। উৎসবের আবহে আপনিও যদি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ Zomato-র মাধ্যমে খাবার বুক করে খেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। আসলে খাদ্য সরবরাহ সংস্থা Zomato তাদের প্ল্যাটফর্ম ফি ২০% বৃদ্ধি করেছে। Eternal Limited-এর সহযোগী সংস্থা প্রতি অর্ডারের জন্য চার্জ ১০ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা করেছে।

Zomato -তে খাবার অর্ডার এখন আরও মহার্ঘ্য

আসলে উৎসবের মরশুম যত এগিয়ে আসছে, খাদ্য সরবরাহ সংস্থাগুলি তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিচ্ছে। মাত্র এক সপ্তাহ আগে Swiggy তাদের প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করে। এবার সেই একই পথে হাঁটল Zomato -ও। জানা গিয়েছে, জোমাটো যেসব শহরে কাজ করে, সেই সব শহরেই গ্রাহকদের জন্য এই বৃদ্ধি ঘটেছে।

আরও পড়ুনঃ শক্তিপুরের TMC পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! তুলকালাম মুর্শিদাবাদ

গত মাসে, প্রতিদ্বন্দ্বী সুইগি ক্রমবর্ধমান চাহিদার কারণে নির্বাচিত স্থানে ১৪ টাকা প্ল্যাটফর্ম ফি ঘোষণা করেছিল। গত বছর উৎসবের মরশুমের আগে, জোমাটো তাদের প্ল্যাটফর্ম ফি প্রতি অর্ডার ৬ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করেছিল। তবে এবছর তা বেড়ে ১২ টাকা করা হয়েছে।

২০২৩-এ প্ল্যাটফর্ম চার্জ ছিল মাত্র ২ টাকা

সিইও দীপিন্দর গোয়েলের নেতৃত্বে জোমাটো মার্জিন উন্নত করতে এবং লাভজনকতার দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ২০২৩ সালের আগস্টে প্রথমবারের মতো ২ টাকার চার্জ চালু করে। তারপর থেকে, জোমাটো একাধিকবার চার্জ বাড়িয়েছে। ২০২৩ সালে এটি ৩ টাকা এবং, ২০২৪ সালের ১ জানুয়ারি ৪ টাকা করা হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর, ফি সাময়িকভাবে ৯ টাকা এবং ২০২৪ সালের অক্টোবরে ৭ টাকা করা হয়। এরপর ২০২৫ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। মূলত উৎসবের মরশুমের চাহিদাখাদ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment