সৌভিক মুখার্জী, কলকাতা: গোটা দেশের ২১ লক্ষ ফোন নম্বর ব্লক করে দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI Phone Number Blocking)। এমনকি তাদের তরফে জানানো হয়েছে, স্প্যাম ও অন্যান্য জালিয়াতির জন্য যুক্ত থাকার কারণেই এই নম্বরগুলিকে ব্লক করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হল বড়সড় নির্দেশিকা। কিন্তু হঠাৎ করে কেন এই পদক্ষেপ TRAI-র? কোন কাজগুলি এড়িয়ে চলতে হবে? জানুন বিস্তারিত।
TRAI-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর এখনও পর্যন্ত ২১ লক্ষ ফোন নম্বর বন্ধ করা হয়েছে। আর এই নম্বরগুলোকে মূলত স্ক্যামাররাই ব্যবহার করত। ভুয়ো কল এবং মেসেজ পাঠানো হতো এই নম্বরগুলি দিয়ে। তাই ইতিমধ্যে এজেন্সির পক্ষ থেকে TRAI DND অ্যাপ ব্যবহার করে এই নম্বরগুলিকে বন্ধ করেছে। সবথেকে বড় ব্যাপার, বহু ব্যবহারকারী এই নম্বরগুলোর উপর রিপোর্ট করত। এছাড়া এজেন্সি মোবাইল ব্যবহারকারীদের আরও বেশি করে স্প্যাম এবং নম্বর ব্লক করার জন্য আবেদনে জানানো হয়েছে।
সাধারণ মানুষের জন্য জারি করা হয়েছে নির্দেশিকা
বলাবাহুল্য, দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ক জালিয়াতি থেকে শুরু করে টাকা-পয়সা জালিয়াতি, ব্যক্তিগত তথ্য চুরি ইত্যাদির সম্মুখীন হয়ে আসছে সাধারণ মানুষ। আর তার সিংহভাগই হচ্ছে মোবাইল কল বা এসএমএসের মাধ্যমে। সেই সমস্যার স্থায়ী সমাধান করতেই এই পদক্ষেপ। TRAI এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মেসেজ বা কল নিয়ে সাবধান থাকতে হবে। পাশাপাশি ফোনে আগে TRAI DND নামাতে হবে। এর মাধ্যমে মেসেজ এবং কলকে স্প্যাম হিসাবে চিহ্নিত করা যাবে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের জমির অনুমোদন দিল পশ্চিমবঙ্গ সরকার!
তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, নিজের ফোনে এই নম্বরগুলোকে ব্লক করে খুব একটা লাভ হবে না। এটা কোন দীর্ঘমেয়াদি সমাধান না বলেই জানিয়েছে TRAI। তবে কোনওভাবেই পার্সোনাল ব্যাঙ্কের ডিটেলস কারো কাছে শেয়ার করবেন না এবং ওটিপি শেয়ার মোটেই করবেন না। পাশাপাশি অজানা কোনও লিঙ্কে ক্লিক করবেন না, আর কোনও প্রতারণামূলক কাজ দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন। তাহলে জালিয়াতির হার অনেকটাই কমবে। এছাড়া ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০ এ সরাসরি ফোন করে অভিযোগ দায়ের করতে পারেন বা সরকারি ওয়েবসাইটে গিয়েও অভিযোগ দায়ের করা যাবে।