সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অনিল আম্বানির নাম নতুন কিছু নয়। তবে এবার তাঁর ছেলে জয় অনমোলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল সিবিআই (CBI on Anil Ambani Son)। হ্যাঁ, রিলায়েন্স হাউসিং ফিনান্স লিমিটেডের সঙ্গে সম্পর্কিত ব্যাঙ্ক প্রতারণা মামলায় নাম উঠল এবার অনিল পুত্রের। উল্লেখ্য, রিলায়েন্সের বিরুদ্ধে অনেক আগে থেকেই তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই। ইতিমধ্যেই অনিল আম্বানির প্রায় ১০ হাজার কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তবে এবার সেই প্রতারণা মামলাতেই যুক্ত হল তাঁর ছেলে।
অনিল আম্বানির ছেলের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী খবর, ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইয়েস ব্যাঙ্ক থেকে মোটা অংকের ঋণ নেওয়ার সময় অনিল নেতৃত্বাধীন সংস্থা কোনও নিয়ম মানেনি। কিন্তু এবার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল অনিল আম্বানির ছেলে জয় অনমোলের বিরুদ্ধে। জানা যাচ্ছে, তিনি নাকি ওই ব্যাঙ্ক থেকে ২২৮ কোটি টাকা প্রতারণা করেছেন। বলাবাহুল্য, আম্বানির সংস্থা আরএইচএফএল-এর ডিরেক্টর পদে রয়েছেন আম্বানি পুত্র জয় এবং রবীন্দ্র শরদ সুধাকর। তাদের দুজনের বিরুদ্ধেই এবার চড়াও হল সিবিআই।
এদিকে অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে টাকা জালিয়াতির মামলায় গত সপ্তাহে চার্জশিট জমা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর চার্জশিটে নাম রয়েছে মোট ১০ ব্যক্তি সহ অনিল আম্বানির মালিকানাধীন সংস্থার। অভিযোগ উঠছে, মামলা থেকে রেহাই পাওয়ার জন্যই ভুয়ো ব্যাঙ্ক গ্যারান্টি দিয়েছিল অনিল আম্বানির সংস্থা।
আরও পড়ুন: বন্ধ ইন্টারনেট, জারি কার্ফু, ওড়িশায় ঘরছাড়া ১০০০ বাঙালি! কী নিয়ে এই ঝামেলা?
আরএইচএফএল গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ
এদিকে ইডি-র অভিযোগ, অন্ধ্র ব্যাঙ্কের মুম্বাইয়ের একটি শাখা থেকে প্রয়োজনীয় ঋণের উর্ধ্বসীমা সাড়ে চারশ কোটি টাকা পর্যন্ত বর্ধিত করেছিল আরএইচএফএল গোষ্ঠী। সেখানে মূল অভিযুক্ত ছিল অনিল পুত্র জয়। তবে সেখান থেকে ঋণ গ্রহণ করলেও পরবর্তী সময়ে ওই সংস্থার ঋণের কিস্তি পরিশোধ করতে পারেনি তারা। এমনকি পদের অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ তো রয়েছেই। তদন্তকারীরা পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে আরএইচএফএল সংস্থার যাবতীয় নথিপত্র, ঋণের হিসাব খুঁজে দেখবে বলে অভিযোগ। এমনকি কর্মকর্তার জিজ্ঞাসাবাদও করা হতে পারে।