২২ নভেম্বর অবধি ৯টি ট্রেন বাতিল করল পূর্ব রেল, প্রভাব পড়বে হাওড়া ডিভিশনেও

train cancelled

সহেলি মিত্র, কলকাতা: ফের সমস্যার সম্মুখীন হতে চলেছেন সাধারণ রেল যাত্রীরা। আবারও রেলের কাজের মাশুল গুনতে হবে সাধারণ মানুষকে। আগামী দিনে, বিভিন্ন তারিখে, অনেক ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে এবং অনেকের রুট পরিবর্তন করা হয়েছে। কিছু ট্রেনের পরিচালনার সময়সূচী পুনর্নির্ধারণ করা হয়েছে।

আসানসোল ডিভিশনের বর্ধমান-আসানসোল শাখায় দুর্গাপুরের নন ইন্টারলকিং কাজের জন্য বহু ট্রেন চলাচল নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি তালিকা প্রকাশ করলে পূর্ব রেল। একটানা কাজের জন্য বহু ট্রেন বাকি থেকে শুরু করে বেশ কিছু ট্রেন পুননির্ধারিত করা হয়েছে। গত ২ নভেম্বর থেকে শুরু হয়েছে আগামী ২২ নভেম্বর অবধি প্রি নন ইন্টারলকিং এবং ২৩ নভেম্বর ৬ ঘন্টার ব্লক থাকবে। যে কারণে বহু ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল।

বহু ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল

নিশ্চয়ই ভাবছেন কোন কোন ট্রেন বাতিল থাকবে? তাহলে জানিয়ে রাখি ৬৩৫১৫ বর্ধমান আসানসোল মেমু, ৬৩৫১৭ বর্ধমান আসানসোল মেমু, ৬৩৫২১ বর্ধমান আসানসোল মেমু, ৬৩৫১৬ আসানসোল-বর্ধমান মেমু, ৬৩৫১৮ আসানসোল-বর্ধমান মেমু, ৬৩৫২৪ আসানসোল-বর্ধমান মেমু, ৬৩৫২২ আসানসোল-বর্ধমান মেমু, ৬৩৫২৭ দুর্গাপুর-আসানসোল মেমু এবং ৬৩৫২৮ আসানসোল-দুর্গাপুর মেমু বাতিল থাকবে।

কোন কোন ট্রেন পুননির্ধারিত হবে?

এবার আসা যাক কোন কোন ট্রেন পুননির্ধারিত হবে সে বিষয়ে। জানা গিয়েছে, ১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ১৫০ মিনিটের জন্য, ১২৩৬৯ হাওড়া-হরিদ্বার এক্সপ্রেস ১৩৫ মিনিটের জন্য, ১১৪৪৮ হাওড়া জবলপুর এক্সপ্রেস ১৩৫ মিনিটের জন্য, ১২৩০৫ হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ৪৫ মিনিটের জন্য, ১৩১০৫ শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস ১০০ মিনিটের জন্য, ১২৩২৬ নাঙ্গাল ড্যাম-কলকাতা এক্সপ্রেস ৩১৫ মিনিটের জন্য, ১৩১৫২ জম্মু তাওয়াই কলকাতা এক্সপ্রেস ৩০০ মিনিটের জন্য, ১২৯৮৮ আজমির-কলকাতা এক্সপ্রেস ২৯০ মিনিটের জন্য, ২২৩৪৮ পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ২৫৫ মিনিটের জন্য, ১২৩০৪ নিউ দিল্লি-হাওড়া এক্সপ্রেস ২২৫ মিনিটের জন্য, ১২৩৫৪ লালকুয়া হাওড়া এক্সপ্রেস ১৩৫ মিনিটের জন্য পুননির্ধারিত হবে।

Leave a Comment