২৪ কিমি মাইলেজ, উন্নতমানের সব ফিচার্স! ৮০ হাজার টাকা ছাড় মিলছে Nissan Magnite-এ

Nissan Magnite

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি নিসান ইন্ডিয়া তাদের SUV Nissan Magnite মডেল বাজারে এনেছে। হ্যাঁ, এই গাড়ির এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 8.31 লক্ষ টাকা থেকে, আর সর্বোচ্চ ভেরিয়েন্টের দাম 10.87 লক্ষ টাকা। যদিও এই বিশেষ এডিশনে কোনোরকম অফার দেওয়া হয়নি। তবে বাকি ভেরিয়েন্টগুলিতে আগস্ট মাসে দারুণ সব ডিস্কাউন্ট ঘোষণা করেছে সংস্থা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 

আগস্ট 2025-এর সেরা ডিসকাউন্ট

প্রথম কথা, নিসানের কিছু কিছু মডেলে এবার আগস্ট মাসে 80,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলছে। হ্যাঁ, ক্যাশ ও অ্যাক্সেসরিজ ডিসকাউন্ট হিসেবে 20,000 টাকা, এক্সচেঞ্জ বোনাস হিসেবে 55,000 টাকা, অন্যান্য ব্র্যান্ডের এক্সচেঞ্জ বোনাস হিসেবে 35,000 টাকা, End of Life এক্সচেঞ্জ হিসেবে 51,000 টাকা এবং কর্পোরেট ডিসকাউন্ট হিসেবে মোট 5000 টাকার ছাড় পাওয়া যাবে।

এক্ষেত্রে উল্লেখ্য, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে Centa, N-Connecta, Tekna ও Tekna Plus ট্রিমে 6.9% ইন্টারেস্ট রেটে ফাইনান্স স্কিম চলছে। পাশাপাশি Visia ও Visia Plus ভেরিয়েন্টে 10,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট মিলছে। এমনকি Acenta ভেরিয়েন্টে 10,000 টাকা ক্যাশ অফার মিলছে। 

ইঞ্জিন ও পারফরম্যান্স

জানিয়ে রাখি, Nissan Magnite-এ রয়েছে 1.0 লিটার NA পেট্রোল ও 1.0 লিটার টার্বো পেট্রোল অপশন। আর NA পেট্রোল ভেরিয়েন্টটি 71 bhp পাওয়ার ও 96 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। পাশাপাশি টার্বো পেট্রোল ভেরিয়েন্টে 99 bhp পাওয়ার এবং 160 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। আর এই গাড়ির মাইলেজ সর্বোচ্চ 24 কিলোমিটার প্রতি লিটার। 

প্রিমিয়াম ফিচার্স

এই গাড়িতে এমন কিছু ফিচার যুক্ত করা হয়েছে, যা সত্যিই নজর কাড়বে। হ্যাঁ, এই গাড়িতে থাকছে 360 ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস ফোন মিররিং, ড্রাইভারের সিট হাইট অ্যাডজাস্ট, পাওয়ারড মিরর, HEPA এয়ার ফিল্টার, LED হেডল্যাম্প ও সানরুফের মতো সুবিধা।

এমনকি সুরক্ষা ফিচার্স হিসেবে ABS + EBD ব্রেকিং সিস্টেম, হাইড্রোলিক ব্রেক অ্যাসিস্ট, ছয়-ছয়টি এয়ারব্যাগ, হাই-স্পিড অ্যালার্ট সিস্টেম, সিটবেল্ট রিমাইন্ডার, সবই দেওয়া থাকছে।

আরও পড়ুনঃ Map ফিচার লঞ্চ করল Instagram, কীভাবে ব্যবহার করবেন?

এক্ষেত্রে জেনে রাখা ভালো, এই এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ মূলত ভেরিয়েন্ট এবং অঞ্চলের উপরে নির্ভর করবে। আর সঠিক তথ্য জানার জন্য অবশ্যই নিকটবর্তী কোনো নিসানের ডিলারশিপের সঙ্গে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে আরো বলে রাখা ভালো, এই ছাড় শুধুমাত্র 31 আগস্ট পর্যন্তই চলবে। এর পরে আর ছাড় দেওয়া হবে না।

Leave a Comment