সৌভিক মুখার্জী, কলকাতা: সুপার বাইক কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য বিরাট সুখবর। কারণ, Kawasaki India Versys-X 300 গাড়িতে এবার বিরাট ছাড়ের ঘোষণা হল (Kawasaki Bike Offer)। হ্যাঁ, বছরের শেষে বড়সড় চমক দিয়েছে Kawasaki। জানা গিয়েছে, 2026 এর Kawasaki Versys-X 300 গাড়িতে নগদ 15,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া ক্রেতারা বেশ কিছু অফারও বেছে নিতে পারবে। আর এই অফার 31 ডিসেম্বর পর্যন্তই বৈধ থাকবে। পাশাপাশি MY2025 Versys-X 300 মডেলে মিলছে 25,000 টাকা ছাড়। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।
মিলছে ফ্রি অ্যাকসেসরিজ
উল্লেখ্য, 2026 এর এই মডেলের উপর নগদ ছাড়ের সুবিধা তো রয়েছেই, পাশাপাশি এই গাড়ি কিনলে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে একটি সেটআপ পাবে, যার মধ্যে প্যানিয়ার স্টে এবং Kawasaki এর ওয়ান-কি সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে। আর এই প্যানিয়ারের ধারণ ক্ষমতা হবে 17 লিটার। পাশাপাশি প্রতিটি পাশে সর্বোচ্চ 3 কেজি লোড বহন করার ক্ষমতা দেওয়া হয়েছে। অতিরিক্তভাবে ক্রেতারা একটি সেন্টার স্ট্যান্ডও বেছে নিতে পারবে, যা রক্ষণাবেক্ষণ বা ভ্রমণের জন্য কাজে লাগবে। আর এই গাড়ির এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 3.49 লক্ষ টাকা।
কী কী ফিচার্স রয়েছে এই গাড়ির?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এই মোটরসাইকেলটিতে একটি 296 সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন রয়েছে, যা 38.8 bhp পাওয়ার এবং 26 Nm টর্ক উৎপন্ন করতে পারে। এদিকে এই ইঞ্জিন 6-স্পিড গিয়ার বক্সের সঙ্গে যুক্ত। যার সঙ্গে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ দেওয়া রয়েছে। সবথেকে বড় ব্যাপার, স্টিলের ফ্রেমে তৈরি 19 ইঞ্চি স্পোক হুইল টায়ার রয়েছে এই গাড়িতে। যার সঙ্গে টেলিস্কোপিক ফর্ক এবং একটি মনোশক সাসপেনশন যুক্ত আছে। এদিকে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া রয়েছে, আর ডুয়াল চ্যানেল এবিএস তো রয়েছেই।
আরও পড়ুন: এটিই ভারতের একমাত্র গ্রাম, যেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে কেনাকাটা হয় গৃহস্থালির বর্জ্য
স্মার্ট ফিচার্স নিয়ে যদি কথা বলি, তাহলে গাড়িটিতে ইন্সট্রুমেন্ট ক্লাসটার দেওয়া রয়েছে, যেখানে গাড়ির সমস্ত তথ্য দেখা যাবে। এমনকি ব্লুটুথ কানেক্টিভিটি, রাইড মোড বা ট্র্যাকশন কন্ট্রোলের মত ফিচার্সের অভাব নেই। আর আরামের দিক থেকেও এই বাইক দুর্দান্ত। কারণ, সাসপেনশন সেটআপে এবার এর সাসপেনশনের সুবিধা রয়েছে। আর বড় আসন, ফুড রেস্ট এবং হ্যান্ডওভারগুলোতেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। মোদ্দা কথা, এটি KTM 390 অ্যাডভেঞ্চার এবং রয়েল এনফিল্ড হিমালয়ান 450 এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করছে। তাই যদি ধামাকাদার কোনও বাইক কিনতে চান, তাহলে এই অফার লুফে নিতে ভুলবেন না।