২৫% শুল্ক না উঠলে বাণিজ্য চুক্তি নিয়ে কোনও কথা নয়, ট্রাম্পকে স্পষ্ট বার্তা মোদীর

India on Trump Tariff

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে জল্পনা বহুদিন ধরেই। তবে সেই বাণিজ্য আলোচনায় এবার নড়েচড়ে বসল ভারত (India on Trump Tariff)! হ্যাঁ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কৌশলকে একেবারে পাত্তাই দিল না দিল্লি। কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়ে দিল, যতদিন না পর্যন্ত আমেরিকা অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করছে, ততদিন আর কোনো বাণিজ্য চুক্তি হবে না।

ঠিক কী ঘটেছে?

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল, 25 আগস্ট নয়াদিল্লিতে ভারত-আমেরিকার বৈঠক হবে। তবে শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প তা বাতিল করে দেন। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, রাশিয়া থেকে ভারতের তেল কেনাই একমাত্র সমস্যা। যতদিন না পর্যন্ত ভারত এই তেল কেনা বন্ধ করবে, ততদিন কোনোরকম চুক্তি সম্ভব হবে না।

তবে ভারতও তো চুপ থাকার পাত্র নয়। লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, আমরা এখনো পর্যন্ত আমেরিকার সঙ্গে কথা বলছি। তবে কোনো প্রকার বাণিজ্য চুক্তির আলোচনা শুরু হওয়ার আগে এই অতিরিক্ত শুল্কের বিষয়টিকে সমাধান করতে হবে। নাহলে চুক্তি করে কোনো লাভ নেই। তখন আমাদের রপ্তানিকারকদের কোনো সুবিধা হবে না।

প্রসঙ্গত 6 আগস্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, রাশিয়া থেকে ভারত যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করছে, তার উপর আরো 25% বাড়তি শুল্ক বসবে। তিনি বলেছিলেন, ভারত আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। ফলে বাণিজ্য রক্ষার্থে ভারসাম্য নষ্ট হচ্ছে।

দীর্ঘদিন ধরেই চলছে অচলাবস্থা

এদিকে ভারত ও আমেরিকার মধ্যে একটি বাণিজ্য চুক্তির প্রচেষ্টা চলছে গত কয়েক বছর ধরেই। মূলত কৃষি, তথ্যপ্রযুক্তি, ওষুধ শিল্প, জ্বালানি খাত, এই সমস্ত বিষয় নিয়ে একাধিক দফায় আলোচনা হলেও প্রতিবার শুল্ক এবং আমদানি রপ্তানির দোহাই দিয়ে তা বাতিল হয়েছে।

আরও পড়ুনঃ ফাঁকা ফ্ল্যাটে ডাক, অশালীন প্রস্তাব SFI নেতার! মহিলা বাম নেত্রীর অভিযোগে তুলকালাম বাংলা

এমনকি 2019 সালে সম্পর্কে আরও বড়সড় ধাক্কা লেগেছিল। তখন আমেরিকা ভারতকে জিএসপি তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছিল। জবাবে ভারত আমেরিকার একাধিক পণ্যের উপর পাল্টা শুল্ক বসায়। এখন শুধু দেখার, আমেরিকা এই অতিরিক্ত শুল্ক ভারতের উপর থেকে প্রত্যাহার করে কিনা।

Leave a Comment