২৫ হাজারের বদলে মিনিটে বুক হবে ১ লক্ষ টিকিট! PRS সিস্টেম আপগ্রেড করতে চলছে রেল

Indian Railways PRS system Upgrade

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রেনের টিকিট বুকিং নিয়ে আর পোহাতে হবে না ভোগান্তি। যাত্রী সুবিধার্থে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। PIB এর রিপোর্ট অনুযায়ী, এবার থেকে প্রতি মিনিটে 25,000 টিকিটের বদলে 1 লক্ষ টিকিট বুক করা যাবে। সেই লক্ষ্যেই এবার যাত্রী সংরক্ষণ ব্যবস্থা বা PRS সিস্টেমে বড়সড় বদল আনতে চলেছে রেল। রিপোর্ট অনুযায়ী, গোটা সিস্টেমটি আপগ্রেডের পরই টিকিট বুকিং সংক্রান্ত সমস্যা ও প্রযুক্তিগত ত্রুটি থেকে রেহাই পাবেন যাত্রীরা। সে খবর ইতিমধ্যেই নিশ্চিত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রীর বক্তব্য

সম্প্রতি ভারতীয় রেলের PRS ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, যাত্রী সংরক্ষণ ব্যবস্থার আপগ্রেড মূলত সেন্ট্রাল ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে।

এর আওতায় হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক সরঞ্জাম এবং নিরাপত্তা পরিকাঠামের ব্যাপক উন্নতি হবে বলেই মনে করছেন রেলমন্ত্রী। শুধু তাই নয়, নতুন সিস্টেমটি সর্বশেষ ক্লাউড প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হবে বলেও জানা গিয়েছে।

বলা বাহুল্য, বর্তমান PRS সিস্টেমটি 2010 সালে বাস্তবায়িত হয়েছিল। এবং এই সিস্টেম ইটালিয়ান সার্ভার ও ওপেনভিএমএসের উপর ভিত্তি করে তৈরি। কাজেই, প্রযুক্তিগতভাবে পুরনো অবকাঠামোকে একটি আধুনিক ক্লাউড ভিত্তিক সিস্টেমে প্রতিস্থাপন করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এ প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, এই পরিবর্তন রেলওয়ের ডিজিটাল অবকাঠামোকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।

অবশ্যই পড়ুন: Samsung Galaxy S24 Ultra-র দামে বিরাট পতন! এক ধাক্কায় কমল 50,000 টাকা

উল্লেখ্য, যাত্রী সুবিধার্থে ভারতীয় রেল সম্প্রতি RailOne অ্যাপ চালু করেছে, এই অ্যাপের মাধ্যমে সহজেই সংরক্ষিত এবং অসংরক্ষিত টিকিট বুক করা যায়। খোঁজ নিয়ে জানা গেল, যাত্রীদের সুবিধা পাইয়ে দিতে PRS সিস্টেম আপগ্রেড করার পাশাপাশি সাধারণ শ্রেণীর যাত্রীদের জন্য বড় পদক্ষেপ নিচ্ছে রেলওয়ে। জানা যাচ্ছে, আগামী পাঁচ বছরের মধ্যে 17,000 নতুন নন এসি জেনারেল ও স্লিপার কোচ তৈরির পরিকল্পনাও রয়েছে রেলমন্ত্রকের।

Leave a Comment