২৬১৯ টাকার পণ্যে ১৭,৫০০ টাকার শুল্ক! এই কারণে আমেরিকার ডাক পরিষেবা স্থগিত করল ভারত

India Halts Postal Service To US for These reasons

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এই মুহূর্তে আমেরিকায় কোনও রকম চিঠি বা পার্সেল পাঠানো যাবে না। দেশটিতে আপাতত পার্সেল ডাক পরিষেবা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় ডাক বিভাগ। যা চলতি মাসের শেষের দিকেই কার্যকর হয়ে যাবে। কিন্তু কেন হঠাৎ এমন পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ? কী এমন কারণ যার জন্য ভারত থেকে পার্সেল পাঠানো বন্ধ করতে হল সরকারকে?

শুল্কযুদ্ধের মাঝেই আমেরিকার সাথে ডাক পরিষেবা স্থগিত করল ভারত

বর্তমানে আমেরিকার সাথে শুল্ক নিয়ে সম্পর্ক ভিন্ন খাতে বইছে ভারতের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে দু’দেশের সম্পর্কে বড়সড় পরিবর্তন এসেছে। আর সেই আবহে, এবার হঠাৎ আমেরিকার সঙ্গে ডাক যোগাযোগ আপাতত সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ডাক বিভাগ।

গত 30 জুলাই ট্রাম্প প্রশাসনের একটি নির্দেশিকায় জানানো হয়, এতদিন 800 মার্কিন ডলার মূল্য পর্যন্ত কোনও সামগ্রী আমেরিকার বাইরে পাঠানোর ক্ষেত্রে শুল্ক গুনতে হতো না। তবে এই নিয়ম বদলে যাচ্ছে। বর্তমানে ওই শুল্কমুক্ত পরিষেবা স্থগিত করে দিয়েছে আমেরিকা। আর তার পরই দেশের স্বার্থে ডাক পরিষেবা আপাতত স্থগিত করে দিল ভারতও।

ভারতীয় ডাক বিভাগের তরফে স্পষ্ট জানানো হয়েছে, 29 আগস্ট থেকে আমেরিকায় পাঠানো সমস্ত ডাক পণ্যের উপর তাদের নির্ধারিত মূল্যের ভিত্তিতে শুল্ক আরোপ করা হবে। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইনের অধীনে এই শুল্ক নির্ধারণ করা হবে।

তবে ভারতীয় ডাক বিভাগ 29 আগস্ট থেকে পরিষেবার স্থগিত এর কথা বললেও, 25 আগস্ট থেকেই আমেরিকায় কোনও রকম চিঠি বা প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর ক্ষেত্রে আর বুকিং নেওয়া হবে না। বিমান সংস্থাগুলিও সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর এর পরই আমেরিকার সাথে আপাতত সমস্ত রকমের ডাক পরিষেবা স্থগিত করে দিল ভারতীয় ডাক বিভাগ।

ঠিক এই কারণেই ডাক পরিষেবা স্থগিত করেছে ভারত

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, নতুন নিয়ম মেনে প্রায় সকল পার্সেলের উপর ভারী শুল্ক আরোপ করবে আমেরিকা। যা ডাক অপারেটর এবং রপ্তানিকারক উভয়কেই ব্যাপক সমস্যায় ফেলেছে। এ প্রসঙ্গে ভারতীয় ডাক বিভাগের বক্তব্য, মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষার স্পষ্ট নির্দেশিকা না থাকার কারণে আমেরিকার সাথে পার্সেল পরিষেবা আপাতত বন্ধ করতে হল তাদের।

অবশ্যই পড়ুন: দক্ষিণ আফ্রিকা সহ মোট ৩ দেশে গড়াবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, কোথায় ফাইনাল?

বলা বাহুল্য, আমেরিকায় তৈরি নতুন নিয়ম অনুযায়ী, ট্রাম্পের শুল্কানীতিতে 15 শতাংশ পর্যন্ত শুল্কযুক্ত দেশগুলি থেকে আগত পার্সেলের উপর 80 ডলারের অতিরিক্ত শুল্ক চাপানো হবে। এছাড়াও 16 শতাংশ থেকে 25 শতাংশ পর্যন্ত শুল্কযুক্ত দেলগুলি থেকে আসা পার্সেলের উপর 160 ডলারের অতিরিক্ত শুল্ক এবং 25 শতাংশ বা তার বেশি শুল্কযুক্ত দেশগুলির পার্সেলের উপর 200 ডলারের অতিরিক্ত শুল্ক চাপাবে আমেরিকা।

এর অর্থ ভারত থেকে কোনও পার্সেল পাঠানো হলে তার মূল্য যদি 30 ডলার (2619 টাকা) হয়ে থাকে তবে সেটির উপর অতিরিক্ত 200 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 17,500 টাকার শুল্ক বসাবে ট্রাম্প প্রশাসন। যা আদতেই চিন্তার! তবে শুধু ভারত নয়, রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ভারতের পাশাপাশি ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়ামের মতো একাধিক দেশ আমেরিকায় ডাক পরিষেবা স্থগিত করে দিয়েছে।

Leave a Comment