সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন টেলিকম কোম্পানিগুলি রিচার্জ প্ল্যানের দাম হু হু করে বাড়িয়ে দিচ্ছে। তবে আপনি যদি জিও গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, মাত্র 26 টাকা থেকে শুরু করে 182 টাকার মধ্যে জিওর এমন কিছু প্ল্যান (Jio Recharge Plan) রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে ডেটা মিলছে। হ্যাঁ, আপনি যদি সাশ্রয়ী মূল্যে ডেটা প্যাক খুঁজে থাকেন, তাহলে এগুলিই হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। আজ এমনই পাঁচটি প্ল্যান সম্পর্কে আলোচনা করব আমরা এই প্রতিবেদনে।
জিওর 26 টাকার প্ল্যান
আপনি যদি জিওর 26 টাকার এই প্ল্যানটি রিচার্জ করেন, তাহলে 28 দিন পর্যন্ত বৈধতা পাবেন। তবে হ্যাঁ, এটি Jio Phone ব্যবহারকারীদের জন্যই। এই ডেটা অ্যাড অন প্যাকে 2GB ডেটা পাওয়া যাবে।
62 টাকার প্ল্যান
এই প্ল্যানটির মেয়াদ 28 দিন। আর এই প্ল্যানটি একবার রিচার্জ করলে 6GB ডেটা পাওয়া যায়।
86 টাকার প্ল্যান
যারা Jio Phone ব্যবহার করেন, তাদের জন্য এটিও দারুণ একটি বিকল্প। এই প্ল্যানের মেয়াদ 28 দিন। ফলে একবার রিচার্জ করলে 28 দিন নিশ্চিন্তে থাকা যাবে। এই প্ল্যানটিতে প্রতিদিন 0.5GB করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ 500MB করে মোট 14GB ডেটা পাবেন।
112 টাকার প্ল্যান
যদি জিওর 112 টাকার প্ল্যানটি রিচার্জ করেন, তাহলে তাতেও 28 দিন মেয়াদ পাবেন। তবে এই প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন 1GB করে ডাটা পাওয়া যাবে। অর্থাৎ 28 দিনে মোট 28GB ডেটা মিলবে।
182 টাকার প্ল্যান
যারা একটু বেশি দামের প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এটি সেরা। কারণ, 182 টাকার এই প্ল্যানটি রিচার্জ করলে 28 দিন পর্যন্ত বৈধতা পাওয়া যাবে এবং প্রতিদিন 2GB করে ডেটা মিলবে। অর্থাৎ, মোট 56GB ডেটা পাওয়া যাবে।
তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এই প্ল্যানগুলোতে শুধুমাত্র ডেটাই মিলবে। কোনওরকম SMS বা আনলিমিটেড কলিং-এর সুবিধা পাওয়া যাবে না। তাই যাদের প্রতিদিন অতিরিক্ত ডেটা দরকার হয়, তারা এই প্ল্যানগুলো রিচার্জ করতে পারেন।