বিক্রম ব্যানার্জী, কলকাতা: কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন 15 বছর বয়সী প্রীতিস্মিতা ভোই (Priteesmita Bhoi)। মহিলাদের 44 কেজির বিভাগে সর্বোচ্চ ওজন তুলে ফের ভারতকে সোনা এনে দিয়েছেন তিনি। দূরদর্শন স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, প্রীতিস্মিতা তার বিভাগে মোট 150 কেজি ওজন তুলেছেন এবং 10 কেজির ব্যবধানে প্রথম স্থান অধিকার করেছেন। তবে জানলে অবাক হবেন, মাত্র 275 টাকার খাবার খেয়েই বিশ্বের দরবারে এমন সাফল্য পেয়েছিলেন কমনওয়েলথ ওয়েটলিফটিং জয়ী প্রীতিস্মিতা।
বড় সাফল্য ভারতীয় কিশোরীর
রিপোর্ট অনুযায়ী, স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে উভয় ইভেন্টে 150 কেজি ওজন তুলেছেন প্রীতিস্মিতা। জানা যাচ্ছে, স্ন্যাচে 63 কেজি ওজন তুলে দ্বিতীয় স্থান পেয়েছিলেন তিনি। অন্যদিকে ক্লিন অ্যান্ড জার্ক প্রতিযোগিতায় নিজস্ব বিভাগে তৃতীয় প্রচেষ্টায় 87 কেজি ওজন তুলে প্রথম স্থান অর্জন করেছেন ভারতের গর্ব ভোই। তাঁর এই সাফল্য আজ বিশ্বের দরবারে প্রশংসিত হচ্ছে।
প্রীতিস্মিতার সংগ্রাম
সালটা 2008। সে বছর 14 নভেম্বর ওড়িশার ঢেঙ্কানালে জন্মগ্রহণ করেছিলেন প্রীতিস্মিতা। তবে ভাগ্যের ফের, মাত্র দু বছর বয়সেই বাবাকে হারিয়ে ফেলে ছোট্ট মেয়েটি। এরপর মা এবং দিদির হাতে মানুষ হন তিনি। একেবারে ছেলেবেলা থেকেই দিদির সাথে ভরোত্তোলন কোচ গোপালকৃষ্ণ দাসের অধীনে ওয়েটলিফটিং করতেন প্রীতিস্মিতা।
জানা যায়, প্রীতিস্মিতাদের পারিবারিক অবস্থা জেনে প্রথম থেকেই তাদের আর্থিক এবং মানসিক দিক থেকে সব রকম সাহায্য করতেন কোচ গোপালকৃষ্ণ। একাধিক রিপোর্ট অনুযায়ী, ওড়িশা সরকারের তরফেও নানান সহায়তা পেয়েছিলেন প্রীতিস্মিতা। তবে সমস্ত প্রতিকূলতার মধ্যে নিজের লক্ষ্য স্থির ছিলেন কমনওয়েলথ গেমে সোনা জয়ী কন্যা।
খোঁজ নিয়ে জানা গেল, ওড়িশা সরকারের তরফে প্রতিদিনের খাবারের খরচ বাবদ 275 টাকাতে পেতেন প্রীতিস্মিতা। আর সেই অর্থ দিয়েই দীর্ঘদিন নিজের এবং পরিবারের খুদা নিবারণ করেছিলেন তিনি। কাজেই বলা যায়, দীর্ঘ পরিশ্রম এবং 275 টাকার খাবারকে সঙ্গী করেই কমনওয়েলথ ওয়েটলিফটিংয়ে ভারতকে সোনা এনে দিয়েছেন এই লড়াকু কিশোরী।
GOLD 🥇 For INDIA🇮🇳
🏋️♀️ Preetismita Bhoi clinched the gold medal in the women’s 44 kg category at the Commonwealth Weightlifting Championships 2025 💥#CWC2025 #Weightlifting pic.twitter.com/ELPZhypcoS
— Doordarshan Sports (@ddsportschannel) August 25, 2025
অবশ্যই পড়ুন: ভিসা ছাড়াই এবার বাংলাদেশে আসতে পারবেন পাকিস্তানিরা! হয়ে গেল চুক্তি, চিন্তায় ভারত
উল্লেখ্য, 2023 সাল থেকেই পদক দিতে আসছেন প্রীতিস্মিতা। প্রথমবারের জন্য আইডব্লিউএলএফ জাতীয় যুব চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করেছিলেন এই লড়াকু কিশোরী। এছাড়াও পাটনায় অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া জাতীয় ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপেও রুপোর পদক জিতেছিলেন তিনি। এরপর শেষবারের মতো 2024 সালে পেরুতে অনুষ্ঠিত যুব ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের 40 কেজির বিভাগে প্রথম স্থান অধিকার করে ভারতকে কমনওয়েলথ গেমে সোনা এনে দিয়েছিলেন তিনি। এবার জিতলেন 44 কেজির বিভাগেও।