২৭ মাসের মধ্যে সর্বনিম্ন! সৌদি আরবের এক ঘোষণায় দেশে LPG নিয়ে স্বস্তির নিঃশ্বাস

LPG Price

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন রান্নার গ্যাসের দাম (LPG Price) সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। এমনকি তা নিয়ে চিন্তায় দিন কাটাতে হচ্ছিল তেল কোম্পানিগুলোরও। কারণ, বাজারে যতটা দামে গ্যাস বিক্রি হচ্ছিল, তার থেকে বেশি খরচ হচ্ছিল তাদের আমদানি এবং উৎপাদনে। ফলে প্রতিটি এলপিজি সিলিন্ডারেই বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়ছিল রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। তবে তারা এবার একপ্রকার হাঁফ ছেড়ে বাঁচল।

কারণ হিসেবে জানা যাচ্ছে, বিশ্বের সবথেকে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব নভেম্বর মাসের জন্য এলপিজির দাম গত 27 মাসের মধ্যে সবথেকে তলানিতে নামিয়ে এনেছে। হ্যাঁ, এই দামের পতনের কারণেই এবার ভারতীয় তেল কোম্পানিগুলি ঘরোয়া গ্যাস বিক্রিতে লাভের মুখ দেখবে। অর্থাৎ, অনেকটাই দাম কমতে পারে বলে অনুমান।

সৌদি আরবে গ্যাসের দামের বড় পতন

সম্প্রতি সৌদি আরামকোর দেওয়া একটি তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের জন্য প্রোপেন এবং বিউটেনের চুক্তি মূল্য ধরা হয়েছিল টন প্রতি যথাক্রমে 475 এবং 460 ডলার। আর এই দাম অক্টোবরের তুলনায় প্রোপেনের ক্ষেত্রে 20 ডলার এবং বিউটেনের ক্ষেত্রে 15 ডলার কম। এদিকে বিশেষজ্ঞরা বলছে, এটাই সাম্প্রতিক সময়ের মধ্যে সবথেকে বড় দরপতন। একজন রাষ্ট্রায়ত্ত সংস্থার বিশেষজ্ঞ জানিয়েছে যে, এই দরপতনের ফলে প্রতি এলপিজি সিলিন্ডার পিছু ক্ষতি কমেছে 20 টাকা।

বলাবাহুল্য, গত বছর রাষ্ট্রায়ত্ত তিন তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম প্রতি 14.2 কেজি সিলিন্ডারে 200 থেকে 250 টাকা পর্যন্ত ক্ষতির সম্মুখীন হচ্ছিল। আর এখন সেই ক্ষতি অনেকটাই কমেছে। কারণ, ইন্ডিয়ান অয়েলের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হচ্ছে, জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে প্রতিটি সিলিন্ডারে ক্ষতি ছিল 100 টাকা। আর এখন তা 40 টাকায় নেমে এসেছে। এমনকি সৌদির এই দরপতনের পর সংস্থাটি আশা করছে, খুব শীঘ্রই ক্ষতির পরিমাণ 25 থেকে 30 টাকায় নেমে দাঁড়াবে। ফলত, যেখানে আগে মাসে 4000 কোটি টাকার বেশি ক্ষতি হত, এখন তা মাত্র 400 কোটির মধ্যে নেমে আসবে।

বিরাট স্বস্তি সরকারের

এদিকে এলপিজি ভর্তুকির কারণে গত বছর কেন্দ্রীয় সরকারও বড় ধরনের আর্থিক চাপের সম্মুখীন হয়েছিল। আগস্ট মাসে সরকার দেশের তেল বিপণন সংস্থাগুলিকে 30 হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিল। আর এই অর্থ 2025 সালের নভেম্বর থেকে 12 কিস্তিতে দেওয়া হবে। বলাবাহুল্য, বর্তমানে একটি সিলিন্ডারের বাজার মূল্য মোটামুটি 1058 টাকা। যেখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্রাহকদের কাছে তা মাত্র 553 টাকায় বিক্রি হয় এবং সাধারণ গ্রাহকদের কাছে 853 টাকায় বিক্রি করা হয়।

আরও পড়ুনঃ অফিস পরিষ্কার করেই ৮০০ কোটি আয়! চন্দ্রযান-৩ এর বাজেটকেও হার মানাল কেন্দ্র

বলে দিই, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি ভোক্তার দেশ। আর সেখানে মোট প্রয়োজনের 60% আমদানি করতে হয়, যার সিংহভাগই আসে সৌদি আরব থেকে। এ কারণে সৌদি আরবের দামের পরিবর্তন দেশের বাজারে গ্যাসের দামে বিরাট প্রভাব ফেলবে বলেই অনুমান। উল্লেখ্য, সৌদি থেকে এবছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভারতে মোট 19 মিলিয়ন টন এলপিজি আমদানি হয়েছে। এছাড়া আমেরিকা থেকে 1.3 মিলিয়ন টন এলপিজি আমদানি করেছে ভারত, যা গত বছরের তুলনায় প্রায় 14 গুণ বেশি। এখন শুধুমাত্র দরপতনের অপেক্ষা।

Leave a Comment