২৮ আগস্টেই হবে পরীক্ষা! মুখ্যমন্ত্রীর আবেদনেও সাড়া দিলেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Calcutta University

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এদিকে সেই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে BA, B.Sc, B.Com, B.A. LLB-এর চতুর্থ সিমেস্টারের পরীক্ষা রয়েছে। এই প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের তরফে পরীক্ষার দিন বদলের দাবি করা হয়েছিল। যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল তরজা চলছে। এমনকি উচ্চশিক্ষা দফতরের তরফেও পরীক্ষা বাতিলের আর্জি জানানো হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়কে। অবশেষে সব সমস্যার সমাধান হল। অন্তর্বর্তীকালীন উপাচার্যের সিদ্ধান্তেই এবার সিলমোহর দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘সিন্ডিকেট’।

TMCP প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা!

২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবছর বিশাল সমাবেশের আয়োজন করা হয়। আর সেই সমাবেশে প্রতিবছর মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। যার ফলে রাস্তায় যান চলাচলের সমস্যা থেকেই যায়। এমতাবস্থায় ২৮ আগস্টেই পরীক্ষার দিন ফেলল কলকাতা বিশ্ববিদ্যালয়। দুপুর ২ টো থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে সেই পরীক্ষা। আর তাই নিয়ে শুরু হয় একাধিক বিতর্ক। TMCP এর তরফে ষড়যন্ত্র বলেও অনেকে দাবি করেছে। নজর কেড়েছিল উচ্চ শিক্ষা দফতরের চিঠি। পরীক্ষার দিন বাতিল নিয়ে চিঠির মাধ্যমে আর্জি জানানো হয়েছিল।

পরীক্ষার শৃঙ্খলা নিয়ে প্রশ্ন শিক্ষামহলে?

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করতে প্রথম থেকেই নারাজ ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। তিনি সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়েছিলেন যে, “পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অফ স্টাডিজ’। প্রায় তিন মাস আগে সেই বোর্ডের বৈঠকে এই নির্দিষ্ট সূচি চূড়ান্ত হয়, এবং তা অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনেই তৈরি করা হয়। যদি এক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসকে মেনে পরীক্ষা স্থগিত করতে হয়, তাহলে সমস্ত দলের ছাত্র সংগঠনের দিনগুলিও মানতে হবে। সেক্ষেত্রে কি পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখা সম্ভব?” তার সঙ্গে সহমত হয়েছিল শিক্ষামহলের একাংশ। তবে সরকারের এই বিষয়ে হস্তক্ষেপ করার পরই সিন্ডিকেট বৈঠকের আয়োজন করা হয়েছিল গতকাল অর্থাৎ সোমবার। পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন নিয়ে একাধিক আলোচনা করা হয়।

আরও পড়ুন: ‘যেদিন ইচ্ছা হবে রাজনীতি ছেড়ে দেব!’ নির্বাচনের আগে বড় মন্তব্য বিজেপি বিধায়ক হিরণের

উপাচার্যের সিদ্ধান্তেই সিন্ডিকেটের সিলমোহর

২৮ আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা থাকবে কিনা তা নিয়ে সিন্ডিকেট বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনা চলার পর উপাচার্যের সিদ্ধান্তকেই সিলমোহর দেওয়া হয়। গতকাল, সাংবাদিক বৈঠকের মাধ্যমে গোটা ব্যাপারটা তুলে ধরেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। তিনি এদিন পরিষ্কার ভাবে জানিয়েছেন যে, “কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠানের জন্য পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না। আজ ছিল সিন্ডেকেট বৈঠক। সেখানে উচ্চ-শিক্ষাদফতর আর্জি জানিয়েছিল, এমনকি সিন্ডিকেট সেক্রেটারিও মুখ্যমন্ত্রীর আর্জি জানিয়েছিল, কিন্তু সবশেষে হাউস সর্বসম্মতিক্রমে ২৮ আগস্টের পরীক্ষার তারিখ রেখেছে। তিরিশ হাজার ছাত্র ছাত্রী মানসিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তাই কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না।”

Leave a Comment