কৃশানু ঘোষ, কলকাতাঃ সারা দেশ এখন তোলপাড় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে। বিহারে যতই এগোচ্ছে SIR প্রক্রিয়া, ততই অন্যান্য রাজ্যে বিরোধীদের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। লোকসভা, রাজ্যসভার বাইরে SIR বিরোধী স্লোগান শোনা যাচ্ছে প্রায় নিত্যদিনই। আর এর মধ্যেই ফের বিরোধীদের কপালের চিন্তার ভাঁজ বাড়াল নির্বাচন কমিশনের নয়া চিঠি।
রাজ্য কমিশনে SIR নিয়ে নয়া চিঠি
সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, ২২ আগস্ট, পশ্চিমবঙ্গ সহ দেশের প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-দের চিঠি পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আর সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে, কোন রাজ্যে কতটা এগিয়েছে SIR শুরুর প্রস্তুতির কাজ। শুধু তাই নয়, কমিশনের তরফ থেকে আগামী ২৯ আগস্টের মধ্যে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ভারতীয় নির্বাচন কমিশনের কাছে।
উল্লেখ্য, ২৪ জুন বিহারের SIR প্রক্রিয়া চালু করা হয়। এরপর ২৮ জুলাই, পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া চালু করার উদ্দেশ্যে, ২০০২ সালে অর্থাৎ শেষবার পশ্চিমবঙ্গে করা ভোটার তালিকা সংশোধনের তালিকা প্রকাশ করা হয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। এরপর ৫ আগস্ট, SIR-এর প্রস্তুতির লক্ষ্যে রাজ্যের নির্বাচন কমিশনগুলিতে ইআরও, এইআরও-সহ যে সমস্ত বিভিন্ন শূন্যপদ রয়েছে তা দ্রুত পূরণ করার নির্দেশ দেয় কমিশন।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের চাপ দিয়ে ফের দাম বাড়ল সোনার, ১১৫০ টাকা ঊর্ধ্বগতি রুপোর বাজার! আজকের রেট
কমিশন থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সর্বোচ্চ ১২০০ জন ভোটার নিয়ে একটু বুথ তৈরি করার নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত, পুরানো নিয়ম অনুযায়ী রাজ্যে বুথের সংখ্যা ছিল ৮০,৬৮০। কিন্তু, নতুন নির্দেশিকা অনুযায়ী সেই সংখ্যা বেড়ে হবে ৯৪,০০০-এর কিছু বেশি। এই বিষয়ে রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলকে অবগত করা হয়েছে এবং তালিকা পাঠানো হয়েছে। এই বিষয়ে ২৯ আগস্ট একটি সর্বদল বৈঠকও ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।