২ কোটিরও বেশি আধার নম্বর বাতিল করল UIDAI

aadhaar uidai

সহেলি মিত্র, কলকাতা: বিরাট পদক্ষেপ নিল UIDAI। এক ধাক্কায় ২ কোটি আধার কার্ড বাতিল করল সংস্থা। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে দেশে আধার কার্ড রেজিস্ট্রেশনের জন্য রয়েছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। এবার এই সংস্থা মূলত স্বচ্ছতা এবং তথ্যের নির্ভুলতা বজায় রাখার জন্য, UIDAI ২ কোটিরও বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে। চলুন আরও বিশদে জেনে নেবেন।

২ কোটিরও বেশি আধার কার্ড বাতিল করল UIDAI

এখন নিশ্চয়ই ভাবছেন কেন এমন পদক্ষেপ নিতে বাধ্য হল সংস্থা? বাতিল হওয়া কার্ডগুলি মূলত মৃত ব্যক্তিদের।ডাটাবেসকে নির্ভুল এবং সুরক্ষিত রাখার জন্য এই ‘সাফাই অভিযান’ দরকার ছিল বলে জানানো হয়েছে। আপনি হয়তো ভাবছেন কেন মৃত ব্যক্তিদের আধার কার্ড নিষ্ক্রিয় করা প্রয়োজন। আসলে এটি সরাসরি জালিয়াতি প্রতিরোধের সাথে সম্পর্কিত। UIDAI জানিয়েছে যে যদি মৃত ব্যক্তিদের আধার নম্বর সক্রিয় থাকে, আর সেটা যদি সাইবার অপরাধীদের হাতে চলেছে যায় তাহলে সেগুলির অপব্যবহার হতে পারে।

যেকোনো প্রতারক ব্যক্তি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য এই আধার কার্ড ব্যবহার করতে পারে, যা সম্পূর্ণ অবৈধ। অতএব, সম্ভাব্য পরিচয় জালিয়াতি এবং সরকারি সুবিধার যথেচ্ছ ব্যবহার রোধ করার জন্য এই নিষ্ক্রিয়করণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। UIDAI আরও স্পষ্ট করে জানিয়েছে যে মৃত ব্যক্তির আধার নম্বর কখনও অন্য কোনও ব্যক্তিকে পুনরায় বরাদ্দ করা হয় না।

এই কাজের জন্য UIDAI বিভিন্ন সরকারি সংস্থার সাথে একযোগে কাজ করেছে। মৃত ব্যক্তিদের তথ্য প্রাথমিকভাবে ভারতের রেজিস্ট্রার জেনারেল (RGI), বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) এবং জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এর মতো উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। UIDAI এখন মৃত ব্যক্তিদের তথ্যের আরও ব্যাপক সংগ্রহ অর্জনের জন্য আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য  সংস্থার সাথে কাজ করার পরিকল্পনা করছে।

কীভাবে মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করবেন?

UIDAI সাধারণ নাগরিকদের জন্যও এই প্রক্রিয়াটি সহজ করে তুলেছে। এই বছরের শুরুতে, myAadhaar পোর্টালে “পরিবারের সদস্যের মৃত্যু রিপোর্ট করা” নামে একটি নতুন ফিচার চালু করা হয়েছিল। বর্তমানে, এই ফিচারটি ২৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উপলব্ধ যেখানে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ব্যবহার করা হয়। বাকি রাজ্যগুলিকে শীঘ্রই পোর্টালের সাথে সংযুক্ত করার কাজ চলছে।

যদি আপনার পরিবারের কেউ মারা যান, তাহলে আপনি নিজেও এই পোর্টালে মৃত্যুর খবর জানাতে পারেন। পরিবারের সদস্যদের প্রথমে নিজেদের প্রমাণীকরণ করতে হবে। এরপর, তাদের পোর্টালে মৃত ব্যক্তির আধার নম্বর এবং মৃত্যু নিবন্ধন নম্বর, পাশাপাশি অন্যান্য জনসংখ্যাতাত্ত্বিক বিবরণ এন্ট্রি করতে হবে। আপনার দেওয়া তথ্য যাচাই করার পর, UIDAI মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করার বিষয়ে আরও পদক্ষেপ নেবে। UIDAI সমস্ত আধারধারীদের মৃত্যু শংসাপত্র পাওয়ার পর অবিলম্বে myAadhaar পোর্টালে তাদের প্রিয়জনের মৃত্যুর খবর জানাতে অনুরোধ করছে।

Leave a Comment