২ কোটি টাকা বেতন কমে যেতে পারে রোহিত এবং বিরাটের, বড় সিদ্ধান্তর পথে BCCI

BCCI On RO-KO Rohit and Kohli may lose A+ grade position of Central contract

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের দুই দাপুটে ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি কোথায় স্থান পাবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। যদিও আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা BCCI অ্যাপেক্স কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় এ সংক্রান্ত জল্পনার অবসান ঘটবে। রোকোর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন বোর্ডের শীর্ষ কর্তারা (BCCI On RO-KO)। এক্ষেত্রে প্রশ্ন, রোহিত এবং কোহলি কি তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে থাকবেন?

A+ ক্যাটাগরি থেকে সরিয়ে দেওয়া হবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম?

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই 20 ওভারের সীমিত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এরপরই গত ইংল্যান্ড সিরিজের প্রাক্কালে প্রথমে রোহিত এবং পরে বিরাট জানিয়ে দেন তাঁরা আর টেস্ট ক্রিকেটেও খেলবেন না। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের দুই বড় সংস্করণ থেকে অবসর নেওয়ার পর দুই মহাতারকার হাতে রয়েছে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট। বর্তমানে এই সংস্করণেই দেখা মিলছে দুজনের।

তবে, BCCI এর নিয়ম বলে, যে সমস্ত ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্ষেত্রে তিন ফরম্যাটেই বর্তমান এবং নিয়মিত। অর্থাৎ নিয়মমিতভাবে ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি তিন সংস্করণে জাতীয় দলের হয়ে লড়েন তাঁরাই শুধুমাত্র ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে থাকার যোগ্য। তবে রোহিত এবং বিরাটের ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু সেই নিয়ম প্রযোজ্য হতে দেখা যায়নি। সেক্ষেত্রে এখন দেখার আসন্ন অ্যাপেক্স কমিটির বৈঠকে রোহিত এবং বিরাটকে নিয়ে সিদ্ধান্তের পর তারা A+ক্যাটাগরিতেই থাকেন নাকি সেখান থেকে সরে যেতে হয়।

বলে রাখা ভাল, ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় চুক্তির A+ গ্রেডে থাকা ক্রিকেটাররা বার্ষিক 7 কোটি টাকা বেতন পান। অন্যদিকে A গ্রেডের প্লেয়াররা 5 কোটি, B গ্রেডের প্লেয়াররা 3 কোটি এবং কেন্দ্রীয় চুক্তির C গ্রেডের পুরুষ প্লেয়াররা বছরে 1 কোটি টাকা বেতন পেয়ে থাকেন। PTI এর একটি সূত্র বলছে, রোহিত এবং বিরাট যদি শেষ পর্যন্ত A গ্রেডে নেমে আসেন সেক্ষেত্রে অবস্থান হারানোর পাশাপাশি বছরে 2 কোটি টাকা বেতন কমে যাবে এই দুই মহাতারকার।

অবশ্যই পড়ুন: সময়ে SSC-র নিয়োগ শেষ হওয়া নিয়ে সংশয়! ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার

উল্লেখ্য, আসন্ন বৈঠকের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তির অধীনে A+ গ্রেডে জায়গা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অধিনায়ক শুভমন গিলের। এদিকে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ভারতীয় বোলিং বিভাগের মাথা জসপ্রীত বুমরাহ খুব সম্ভবত তাদের নিজেদের অবস্থান ধরে রাখতে পারেন।

Leave a Comment