২ ঘণ্টার রাস্তা মাত্র ৪০ মিনিটে, তৈরি হবে বনগাঁ বারাসাত ব্রিজ! জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক

Bangaon Barasat Bridge

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর আবহে দারুণ সুখবর রইল দক্ষিণবঙ্গের মানুষের জন্য। অবশেষে উড়ালপুলের মাধ্যমে জুড়তে চলেছে বনগাঁ-বারাসাত (Bangaon Barasat Bridge)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই নিয়ে রাজ্যের পরিকল্পনার কথা জানালেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বিশদে জানতে নজর রাখুন আজকের এই লেখাটির ওপর।

বারাসাত থেকে বনগাঁ অবধি তৈরি হবে নতুন উড়ালপুল

বর্তমানে হাওড়া টু সল্টলেক সেক্টর ফাইভ, নোয়াপাড়া-বিমানবন্দর এবং বেলেঘাটা-রুবি অবধি মেট্রো পরিষেবা নিয়ে সকলের উন্মাদনা তুঙ্গে রয়েছে। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবারই এই তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসবের মাঝেই এবার বারাসাতে নতুন উড়ালপুল তৈরির কথা জানালেন বিধায়ক। এই উড়ালপুলটি জুড়বে বনগাঁর সঙ্গে।

জানা গিয়েছে, যে রাস্তাটি পার করতে এতদিন ২ ঘণ্টা বা তারও বেশি সময় লেগে যেত, উড়ালপুল তৈরি হওয়ার পর সেই সময় কমে ৪০ মিনিট হবে। ফ্লাইওভার প্রসঙ্গে বড় দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কবে এবং কাজ কতদূর এগিয়েছে সেই নিয়ে মন্তব্য করেছেন তিনি।

কবে চালু হবে নতুন উড়ালপুল?

আসলে শুক্রবার হাবড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। সেখানে গিয়ে তিনি বলেন, ‘ফ্লাইওভার তৈরির যে বেশিদিন বাকি নেই। আগামী বছরের মার্চ বা এপ্রিল মাসে শুরু হবে বনগাঁ থেকে বারাসত পর্যন্ত উড়ালপুল তৈরির কাজ। সরকারের পক্ষ থেকে যে টাকা দেওয়া হচ্ছে, এতে এলাকার মানুষের ছোট ছোট উন্নয়নগুলো করা যাবে। কারও আলোর প্রয়োজন, কারও ছোট রাস্তার প্রয়োজন। এই প্রকল্পের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হবে।’

জ্যোতিপ্রিয় আরও জানান, ‘মাত্র ৪০ মিনিটে পৌঁছনো যাবে বনগাঁ থেকে বারাসত।’ তিনি জানান, এই কাজের জন্য এক বছর রাস্তা বন্ধ রাখতে হবে, ফলে বিকল্প পথের ভাবনা ভাবছে সরকার। দোকান ভেঙে দিতে হলে সরকার সাহায্য করবে বলেও জানান তিনি। শুধু তাই নয়, আগামিদিনে বনগাঁ থেকে বারাসত-কাজিপাড়া পর্যন্ত উড়ালপুল হবে, হাবড়াতেও উড়ালপুল হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment