২ বছর ঘরে করে এবার BJP-র বিরুদ্ধেই রাস্তায় জোট সঙ্গী TMP! ভাঙবে ত্রিপুরার সরকার?

TMP
TMP

কৃশানু ঘোষ, কলকাতাঃ একটি নয়, দুটি নয়, ৯৩টি দাবি নিয়ে আগামী ৯ সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরে ধর্না-বিক্ষোভের ডাক দিয়েছে তিপ্রা মোথা পার্টি (TMP)। রবিবার দিন এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করে সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভও উগড়ে দিয়েছেন TMP দলের প্রধান প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা। চলুন জেনে নেওয়া যাক, যে BJP-র সাথে জোট বেঁধে গত দুই বছর ধরে ত্রিপুরায় সরকার চালাচ্ছে TMP, হঠাৎ সেই BJP-র ওপর কেন এমন বিরোধিতা?

একটি নয়, দুটি নয়, ৯৩টি দাবি!

রবিবার TMP প্রধান প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওয়, আদিবাসীদের সংস্কৃতি, জীবন এবং ঐতিহ্য রক্ষা করার উদ্দেশ্যে সমস্ত উপজাতি রাজনৈতিক দল এবং নেতাদের এই প্রতিবাদে যোগ দেওয়ার ডাক দিয়েছেন। পাশাপাশি তিনি ত্রিপুরার সমস্ত গ্রাম, শহর এবং শহরে একই দিনে একই সাথে বিক্ষোভ করার আবেদন জানান। এছাড়া, ওই ভিডিওয় সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারের দেওয়া কোনও প্রতিশ্রুতিও পূরণ হয়নি এখনও।

প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা এই আন্দোলনে মোট ৯৩টি দাবি তোলার কথা জানিয়েছেন। তবে, TMP-র মূল বক্তব্য, ২০২৪ সালের গত ২রা মার্চ কেন্দ্র, ত্রিপুরা সরকার ও TMP নেতাদের মধ্যে স্বাক্ষর হওয়া ত্রিপক্ষীয় “তিপ্রাসা চুক্তি” বহু প্রতিশ্রুতি দিয়েও যথাযথভাবে বাস্তবায়িত হয়নি, তা যেন লাগু করা হয়; এছড়া, ত্রিপুরায় উপস্থিত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো, এবং ‘গ্রেটার তিপরাল্যান্ড’-কে সাংবিধানিক অনুমোদন দেওয়া।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভারতীয় সেনার বিরাট অভিযান, নিকেশ লস্কর-ই-তইবার এক কুখ্যাত জঙ্গি

এক্ষেত্রে উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে “তিপ্রাসা চুক্তি” নিয়ে আলোচনা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল আদিবাসী সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নকে উৎসাহিত করা। কিন্তু প্রায় এক বছর মিটে গেলেও এখনও পর্যন্ত এই উদ্যোগের জন্য কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। এই ভিডিওয় প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা আরও জানিয়েছেন, যে এই বিক্ষোভ হবে ‘অরাজনৈতিক’, কোনও দলীয় পতাকা এবং রাজনৈতিক রং দেখানো হবে না।

কবে জোট বেঁধেছিল TMP ও BJP?

আপনাদের জানিয়ে দিই, ২০২৩ সালের ২ মার্চ, TMP কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সাথে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে। এর পর, ৭ মার্চ, TMP ১৩ জন বিধায়ক নিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগ দেয়। দলের দুই বিধায়ক অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মাকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। এছাড়া, চুক্তি কার্যকর না হলে জোট থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দেববর্মা।

এখন প্রশ্ন উঠেছে যে, টিপরা মোথা পার্টি কি বিজেপি সরকারের থেকে তাঁদের সমর্থন তুলে নেবে? আর টিপরা মোথা যদি সমর্থন তুলে নেয়, তাহলে কী ত্রিপুরা সরকার ভেঙে পড়বে? বলে দিই, টিপরা মোথা পার্টি সমর্থন তোলার কোনও ঘোষণা করেনি। আর তাঁরা যদি সমর্থন তুলেও নেয়, তাহলে ত্রিপুরার সরকারর ভাঙার কোনও আশঙ্কা নেই। কারণ ৬০ বিধানসভা আসন বিশিষ্ট ত্রিপুরায় সরকার গড়তে ৩১ আসন হাসিল করতে হয়। আর বিজেপি সেখানে একাই ৩২ আসনের অধিকারী।

Leave a Comment