বিক্রম ব্যানার্জী, কলকাতা: এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ভারত। তৃতীয় ওয়ানডে শেষ হলেই কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (India Vs New Zealand) জন্য ঝাঁপাবে টিম ইন্ডিয়া। আর তার ঠিক আগেই ভারতের টি-টোয়েন্টি দলে এলো বড় বদল। চোট নিয়ে আপাতত বাইরে তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না তরুণ তারকা তিলক বর্মা। আর এই দুই প্লেয়ারের বদলি হিসেবেই ভারতের সীমিত ওভারের দলে জুড়লেন সাইলেন্ট হিরো সহ আরও এক দুর্ধর্ষ প্লেয়ার।
দুই প্লেয়ারের বদলি হিসেবে দলে ফিরলেন দুই স্টার ক্রিকেটার
প্রথম ওয়ানডেতে বল করতে গিয়ে আচমকা পাঁজরে চোট পান ওয়াশিংটন সুন্দর। তারপরই করানো হয় স্ক্যান। তাতে ধরা পড়ে সাইড স্ট্রেন। ফলে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের পরামর্শে বিশ্রামে রয়েছেন সুন্দর। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ নিয়েই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন তিনি। যার ফলে নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারছেন না ওয়াশিংটন। ওদিকে তিন ম্যাচে থাকবেন না তিলকও।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দলের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারের বদলি হিসেবে কিউই সিরিজের দলে ঢুকলেন সাইলেন্ট হিরো শ্রেয়স আইয়ার এবং লেগ স্পিনার রবি বিষ্ণোই। না বললেই নয়, শেষবারের মতো 2023 এর ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলেছিলেন আইয়ার। সেই থেকে দীর্ঘ অপেক্ষা নিয়ে দু’বছর পর ভারতীয় টি-টোয়েন্টি দলে কামব্যাক করলেন তিনি।
অবশ্যই পড়ুন: পেনশন বৃদ্ধি, EPF-ESI এ বেতনের ঊর্ধ্বসীমা! ২০২৬-র বাজেটে হতে পারে একাধিক ঘোষণা
এক নজরে ভারতের সংশোধিত টি-টোয়েন্টি স্কোয়াড
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঈশান কিষাণ, রবি বিষ্ণোই।