২ লক্ষ টাকা পর্যন্ত ছাড়, GST হ্রাসের ফলে Tata-র কোন গাড়ি কতটা সস্তা হল?

GST

সৌভিক মুখার্জী, কলকাতা: 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন হারে জিএসটি (GST)। আর এই জিএসটি হ্রাসের ফলে যারা নতুন গাড়ি কিনতে আগ্রহী, তারা পাচ্ছে বিরাট সুবিধা। দেশের স্বনামধন্য গাড়ি নির্মাতা সংস্থা টাটা মোটরস ইতিমধ্যেই তাদের সমস্ত মডেলের দাম অনেকটাই কমিয়েছে। তাছাড়া উৎসব চলাকালীন অফারের সঙ্গে আরও ছাড় ঘোষণা করেছে সংস্থা। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন গাড়ি এখন কতটা সস্তা হল।

Tata Tigor

টাটা মোটরসের সবথেকে দ্বিতীয় সস্তা গাড়ি Tata Tigor-তে এখন ক্রেতারা 1.1 লক্ষ টাকা ছাড় পাচ্ছে। আর এর মধ্যে জিএসটির হ্রাসের জন্য 81 হাজার টাকা এবং টাটা মোটরসের অতিরিক্ত অফারের মাধ্যমে 30 হাজার টাকা ছাড় মিলছে। ফলে এখন দাম দাঁড়াচ্ছে মাত্র 5.48 লক্ষ টাকা।

Tata Punch

ভারতের জনপ্রিয় এই SUV Tata Punch চার বছর আগের দরে ফিরেছে। জিএসটি হ্রাসের কারণে 1.08 লক্ষ টাকা ছাড় এবং অতিরিক্ত 50 হাজার টাকা ছাড়ের সঙ্গে মোট 1.58 লক্ষ টাকা ছাড় দিচ্ছে টাটা মোটরস এই গাড়িতে। আর এখন Tata Punch-এর দাম দাঁড়াচ্ছে মাত্র 5.49 লক্ষ টাকা।

Tata Altroz

প্রিমিয়াম হ্যাচব্যাক Tata Altroz-এ এখন গ্রাহকরা 1.76 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছে। এর মধ্যে জিএসটি হ্রাসের কারণে 1.11 লক্ষ টাকা আর অতিরিক্ত 65 হাজার টাকা ছাড় মিলছে। Tata Altroz-এর নতুন দাম দাঁড়াচ্ছে মাত্র 6.30 লক্ষ টাকা।

Tata Nexon

টাটা মোটরসের জনপ্রিয় Tata Nexon-এ গ্রাহকরা এবার 2 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাচ্ছে। জিএসটি হ্রাসের ফলে 1.55 লক্ষ টাকা দাম কমেছে, আর অতিরিক্ত 45 হাজার টাকা ছাড়ের পর Tata Nexon-এর এখন দাম দাঁড়াচ্ছে মাত্র 7.31 লক্ষ টাকা।

Tata Curve

Tata Curve-এ এবার গ্রাহকরা 1.07 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছে, যার মধ্যে জিএসটি বাবদ 67 হাজার টাকা এবং অতিরিক্ত 40 হাজার টাকা ছাড় মিলছে। আর এর দাম শুরু হচ্ছে মাত্র 9.65 লক্ষ টাকা থেকে।

Tata Harrier

শক্তিশালী Tata Harrier-এ গ্রাহকরা এবার 1.94 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছে, যার মধ্যে জিএসটি বাবদ 1.44  লক্ষ টাকা আর অতিরিক্ত 50 হাজার টাকা ছাড়। Tata Harrier-এর বাজার মূল্য দাঁড়াচ্ছে এখন 13.9 লক্ষ টাকা।

Tata Safari

এদিকে টাটা মোটরসের ফ্ল্যাগশিপ গাড়ি Tata Safari-এ ক্রেতারা পাচ্ছে 1.98 লক্ষ টাকা ছাড়, যার মধ্যে জিএসটি হ্রাসের ফলে 1.48 লক্ষ টাকা আর অতিরিক্ত 50 হাজার টাকা ছাড়। ফলে Tata Safari-এর এখন নতুন দাম দাঁড়াচ্ছে মাত্র 14.66 লক্ষ টাকা।

আরও পড়ুনঃ ১৭ ছাত্রীকে যৌন হেনস্থা দিল্লির ভণ্ড বাবার! কে এই স্বামী চৈতন্যানন্দ সরস্বতী? খুলল মুখোশ

প্রসঙ্গত, নতুন এই জিএসটির সঙ্গে টাটা মোটরসের উৎসব চলাকালীন অফার গ্রাহকদের জন্য হতে চলেছে দারুণ সুযোগ। বিশেষ করে জনপ্রিয় মডেলগুলি এখন আরও সাশ্রয়ী দামে মিলছে। আর গ্রাহকরা 30 সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা উপভোগ করতে পারবে। তাই যারা ফোর-হুইলার কেনার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য এটিই হতে পারে একেবারে সুবর্ণ সুযোগ।

Leave a Comment