সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান দিনে দাঁড়িয়ে সঞ্চয়ের সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ফিক্সড ডিপোজিট। শেয়ার বাজারের ঝুঁকি অনেকেই নিতে চায় না। তাই সরকারি বা বেসরকারি ব্যাঙ্কের এফডি-র উপরে নির্ভর করে মানুষ। তবে সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য একাধিক নতুন সুদের হার (PNB Fixed Deposit) ঘোষণা করেছে, যার মধ্যে কয়েকটিতে বেশ মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যাচ্ছে।
RBI-র সিদ্ধান্তের প্রভাব
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও চলতি বছরের শুরু থেকে 3 দফায় মোট 1 শতাংশ রেপো রেট কমানো হয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হারের উপর। সেই তালিকায় পিএনবি-ও এবার নাম লিখিয়েছে। বর্তমানে পিএনবি’র এফডিতে সুদের হার 3.5% থেকে শুরু করে 7.40% পর্যন্ত।
সবথেকে আকর্ষণীয় 390 দিনের এফডি
তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখন 7 দিন থেকে শুরু করে 10 বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট খোলার সুযোগ দিয়েছে। এর মধ্যে 390 দিন মেয়াদের এফডি গ্রাহকদের চড়া হারে সুদ দিচ্ছে। হ্যাঁ, এখানে সাধারণ গ্রাহকরা 6.5%, সিনিয়র সিটিজেনরা 7.10% এবং 80 বছরের ঊর্ধ্ব বয়সীদের 7.40% হারে সুদ দেওয়া হচ্ছে।
2 বছরের এফডিতেও চড়া লাভ
তবে শুধুমাত্র স্বল্পমেয়াদি নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রেও পিএনবি লাভজনক বিকল্প হতে পারে। কারণ এখানে সাধারণ বিনিয়োগকারীরা 6.40%, সিনিয়র সিটিজেনরা 6.90% এবং সুপার সিনিয়র সিটিজেনরা 7.2% হারে সুদ পাচ্ছে।
2 লক্ষ টাকা বিনিয়োগ করলে কত মিলবে?
ধরুন, আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের 2 বছরের ফিক্সড ডিপোজিটে 2 লক্ষ টাকা জমা রাখলেন। সেক্ষেত্রে সাধারণ গ্রাহকরা 2,27,080 টাকা রিটার্ন পাবে, সিনিয়র সিটিজেনরা 2,29,325 টাকা এবং সুপার সিনিয়র সিটিজেনরা 2,30,681 টাকা রিটার্ন পাবে। অর্থাৎ, বয়সের ভিত্তিতে সুদের হারের বাড়তি সুবিধা থাকায় অবসরপ্রাপ্তদের একেবারে সোনালী সোহাগা অফার হয়ে উঠছে এই ফিক্সড ডিপোজিট।
আরও পড়ুনঃ এক দশক পর ঠিকা-প্রজা সার্টিফিকেট দেওয়া শুরু করল কলকাতা পুরসভা, কীভাবে পাবেন?
কেন পিএনবি’র ফিক্সড ডিপোজিট সেরা?
প্রথমত, সরকার সমর্থিত ব্যাঙ্ক হওয়ায় এখানে নিরাপদ ও গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। দ্বিতীয়ত, সিনিয়র এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এখানে বাড়তি সুদের হার রয়েছে। এমনকি স্থিতিশীল আর্থিক পরিকল্পনার জন্য বেশ উপযুক্ত এই স্কিম। তাই সবমিলিয়ে ঝুঁকি না নিয়ে গ্যারান্টিযুক্ত মুনাফা পেতে যদি চান, তাহলে আজই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করুন এবং চিন্তামুক্ত হন।