সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতে শুরু হতে চলেছে এলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক। কোম্পানি ইতিমধ্যেই ভারতের জন্য তাদের ডেডিকেটেড ওয়েবসাইট চালু করেছে। সেখানে স্টারলিঙ্কের ইন্টারনেট প্ল্যানের দাম (Starlink Plan Cost) ঘোষণা করা হয়েছে। এবার নিশ্চয়ই ভাবছেন এই হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রতি মাসে কত টাকা করে খরচ করতে হবে! জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
কত টাকা রাখা হল প্ল্যানের দাম?
স্টারলিঙ্কের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার তাদের প্ল্যানের দাম রাখা হয়েছে প্রতি মাসে 8600 টাকা। আর এটি এক মাস মেয়াদের প্ল্যান হবে। তবে কোম্পানি একমাস বিনামূল্যে পরিষেবা অফার করছে। ব্যবহারকারীরা যদি পরিষেবায় সন্তুষ্ট না হয়, তাহলে কোম্পানি সম্পূর্ণ টাকা ফেরত দেবে। আর এই সুবিধা সেই সমস্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেবে, যেখানে মোবাইল টাওয়ার বা ব্রডব্যান্ড কানেকশন পাওয়া যায় না।
ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, 8600 টাকার সাবস্ক্রিপশনে আনলিমিটেড ডেটা অফার করা হবে। আর নতুন গ্রাহকরা 30 দিন বিনামূল্যে ট্রায়াল পাবেন। কোম্পানি জানিয়েছে যে, সিস্টেমটি সমস্ত আবহাওয়ায় কাজ করার জন্যই ডিজাইন করা হয়েছে, এবং এর আপটাইম 99.90% এরও বেশি। অর্থাৎ, যে কোনওরকম আবহাওয়ার মধ্যে স্টারলিঙ্কের নেটওয়ার্ক কাজ করবে। ওয়েবসাইট অনুযায়ী জানা গিয়েছে, স্টারলিঙ্কের পরিষেবা ব্যবহার করাও খুবই সহজ। ব্যবহারকারীদের শুধুমাত্র তাদের ডিভাইস প্লাগ-ইন করতে হবে আর সংযোগ সক্রিয় করতে হবে।
আরও পড়ুন: ২০১৩-র কেদারনাথের বন্যায় মৃত! এক চুরির মামলায় ১২ বছর পর ঘরে ফিরল শিবম
কিটের জন্য কত খরচ হবে?
প্রসঙ্গত, ভারতের জন্য স্টারলিঙ্ক তাদের ওয়েবসাইট https://starlink.com/in চালু করেছে। আর প্ল্যানের দামও ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এমনকি স্টারলিঙ্কের প্ল্যানের সমস্ত বিবরণ ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তবে এই পরিষেবা পেতে ব্যবহারকারীদের আগেই একটি কিট কিনতে হবে। আর এই কিট কেনার জন্য এককালীন 34,000 টাকা পেমেন্ট করতে হবে। বলাবাহুল্য, ভারতে পরিষেবা চালুর জন্য স্টারলিঙ্ক ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।