সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন যেন প্রাকৃতিক দুর্যোগ (Natural Disasters) পাল্লা দিয়ে বাড়ছে। হ্যাঁ, আবহাওয়াবিজ্ঞানের উন্নতিতেও প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষয়ক্ষতি সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। গত কয়েক দশক ধরে প্রাণহানি হয়েছে হাজার হাজার মানুষের। এমনকি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি থেকে শুরু করে কলকারখানা, সরকারি ও বেসরকারি সংস্থা। সবথেকে বড় ব্যাপার, বহু অবলা প্রাণীরও প্রাণ গিয়েছে। তবে এবার এমন এক রিপোর্ট উঠে আসলো, যা দেখলে চমকে যাবেন আপনিও।
রিপোর্টে ভারতের জন্য ভয়াবহ তথ্য
ব্রাজিলে অনুষ্ঠিত COP30-এ থিঙ্ক ট্যাঙ্ক জার্মানওয়াচ ক্লাইমেট রিস্ক সূচক (CRI) ২০২৬ এর একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর সেই অনুযায়ী গত ৩০ বছরে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে নবম স্থানে জায়গা পেয়েছে ভারত। হ্যাঁ, তিন দশকে ৪৩০টি প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে ভারতে। যার ফলে প্রায় ৮০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আর সেই তালিকায় রয়েছে খরা, ঘূর্ণিঝড়, বন্যা, তাপ প্রবাহ ইত্যাদি।
এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল ১৯৯৮ সালের গুজরাটের ঘূর্ণিঝড়, ১৯৯৯ সালের উড়িষ্যার সুপার সাইক্লোন, ২০১৩ সালের উত্তরাখণ্ডের বন্যা এবং ২০২০ সালে আমফানের মতো ঘূর্ণিঝড়। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে মারাত্মক তাপ প্রবাহের কারণেও ভারত এই তালিকায় জায়গা করে নিয়েছে। শুধুমাত্র ২০২৪ সালে ভারতে বৃষ্টি এবং আকস্মিক বন্যার জন্য ৮০ লক্ষের মানুষ বিপাকে পড়েছিল। যেখানেও অনেক প্রাণহানি হয়।
রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে, গোটা বিশ্বে ১৯৯৫ থেকে ২০২৪ এই ৩০ বছরের মধ্যে ৯৭০০-র বেশি প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। আর এতে ৮ লক্ষেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। পাশাপাশি ৫.৭ বিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মোট ৩ কোটি ৯৮ লক্ষ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। আর বহু প্রাণীও হতাহত হয়েছে।
ভারত ছাড়াও তালিকায় কোন কোন দেশ?
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ভারত ছাড়াও ক্ষতিগ্রস্ত দেশগুলির তালিকায় রয়েছে মায়ানমার, লিবিয়া, হাইতি, গ্রেনাডা, ফিলিপাইন, নিকারাগুয়া, বাহামা, হন্ডুরাস সহ বেশ কিছু দেশ। কারণ হিসেবে জানানো হয়েছে, এল নিনোর পরিস্থিতি ২০২৪ সালে আবহাওয়ার ধরনকে অনেকটাই প্রভাবিত করেছে। এমনকি গত কয়েক বছরে জলবায়ুর পরিবর্তন, তাপ প্রবাহ, ঝড় ও বন্যার প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।