বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মে মাসে অপারেশন সিঁদুরে পাকিস্তানের বুকে কম্পন ধরিয়েছিল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। ভারতের এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রের গর্জন শুনতে পেয়েছে গোটা বিশ্ব। আর সেই থেকেই এই মারণাস্ত্র কেনার জন্য ভারতের দরবারে হাজির হয়েছে বহু দেশ। এবার সেই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নকশাবিদ অর্থাৎ ইঞ্জিনিয়ারের মৃত্যুর খবরে নামল শোকের ছায়া (Brahmos Missile Engineer Death)। জানা যাচ্ছে, মাত্র 30 বছর বয়সেই ইঞ্জিনিয়ার আকাশদীপ গুপ্তের অকাল মৃত্যু হয়েছে। কিন্তু কীভাবে মারা গেলেন আকাশ?
কীভাবে মৃত্যু হল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনিয়ারের?
ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের লখনউয়ের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO তে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরি থেকে তার নকশা তৈরি করা এবং সেটির উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন আকাশদীপ। তবে আচমকা বেশ কিছু স্বাস্থ্যগত কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। এরপরই মৃত্যু।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই অকালে প্রাণ গেল আকাশের। এদিকে পুলিশের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাককে চিহ্নিত করা হলেও।গোটা বিষয়টি স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই।
অবশ্যই পড়ুন: ‘ফর্মে ফিরতে না পারলে…’ বিরাট কোহলিকে সতর্ক করলেন রবি শাস্ত্রী
আকাশের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার
জানা গিয়েছে, উত্তর প্রদেশের লখনউয়ের আলমবাগ এলাকায় স্ত্রীকে নিয়ে সুখের সংসার বেঁধেছিলেন আকাশদীপ। তবে আচমকা এভাবে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন নিহতের স্ত্রী। শোক পেয়েছে গোটা পরিবার। এলাকার মেধাবী এবং কৃতি যুবকের মৃত্যুতে শোকোস্তব্ধ পাড়া-প্রতিবেশীরাও। এদিকে আকাশের মৃত্যুতে ফের হার্ট অ্যাটাক নিয়ে বেড়েছে উদ্বেগ। এত অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পাল্লা দিয়ে বৃদ্ধি পাওয়ায় দেশবাসীকে স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।