‘৩১ ডিসেম্বরের মধ্যে সপ্তম পে কমিশন গঠন না হলেই মামলা!’ পশ্চিমবঙ্গ সরকারকে আল্টিমেটাম

7th Pay Commission

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই পশ্চিমবঙ্গ সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে বাংলার সরকারি কর্মীদের। একদিকে কেন্দ্রীয় সরকার যখন সপ্তম বেতন পে কমিশন (7th Pay Commission) শেষ করে অষ্টম বেতন পে কমিশন লাগু করার তোড়জোড় শুরু করেছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার এখনও অবধি ষষ্ঠ বেতন পে কমিশনেই আটকে আছে। এমনকি পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া থাকা ডিএ বা মহার্ঘ্য ভাতা অবধি মেটাতে পারেনি। এহেন পরিস্থিতিতে সকলের রাগ হওয়াটা স্বাভাবিক। তবে অনেক হয়েছে, এবার সরকারের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিলেন সরকারি কর্মীরা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলার সরকারকে সপ্তম বেতন পে কমিশন লাগু করতেই হবে বলে আল্টিমেটাম দিলেন কর্মীরা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

৩১ ডিসেম্বরের মধ্যেই সপ্তম বেতন কমিশন গঠন করবে পশ্চিমবঙ্গ সরকার?

২০২৫ সাল শেষ হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। এদিকে বছর ঘুরলেই বাংলায় রয়েছে বিধানসভা ভোট। আর এই ভোটের আগে নতুন করে পে কমিশন নিয়ে অশান্ত হয়ে উঠল বাংলা। একদিকে যখন কেন্দ্রের মোদী সরকার অষ্টম বেতন পে কমিশন নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে গলা ফাটাচ্ছে, সেখানে অন্যদিকে অষ্টম বেতন কমিশন তো দূরের ব্যাপার, সপ্তম বেতন কমিশনের বিষয়েও একটা কথা অবধি বলেনি বাংলার সরকার। কবে এই নিয়ে ঘোষণা হবে? উঠছে প্রশ্ন। এসবের মাঝেই চরম হুঁশিয়ারি দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার।

দেবপ্রসাদ হালদার বলেছেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যকে সপ্তম পে কমিশন গঠন করতেই হবে। নইলে ইউনিটি ফোরাম হাইকোর্টে মামলা করবে।’ যদিও এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে আপাতত কোনও মন্তব্য আসেনি।

২০১৬ সালে গঠিত হয়েছিল ষষ্ঠ বেতন পে কমিশন

খাতায়কলমে ২০১৬ সালে ষষ্ঠ বেতন পে কমিশন গঠিত হয়েছিল। তবে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছে। আর আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন। তাঁরা অপেক্ষা করে বসে আছেন অষ্টম বেতন কমিশনের জন্য। অপরদিকে সপ্তম বেতন পে কমিশনের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন বাংলার সরকারি কর্মীরাও। তবে এখন সরকারের গলার কাঁটা হয়ে রয়েছে পঞ্চম বেতন পে কমিশনের বকেয়া ডিএ মামলা। এই মামলার নিষ্পত্তি কবে হবে? উত্তর জানা নেই কারোর।

Leave a Comment