বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়েই নিজের জাত চিনিয়েছিলেন তিনি। শাহরুখ খানের দলের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বহু পাথর ভেঙেছেন কে সি কারিয়াপ্পা। খেলেছেন রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস এর মতো দলেও। ভারতীয় প্লেয়ার, যাঁকে একটা সময় তুলনা করা হতো সুনীল নারিনের সাথে, এবার সেই বিস্ময়কর স্পিনার তথা KKR প্রাক্তনী ক্রিকেট থেকেই অবসর নিলেন (EX KKR Player Retirement)। ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই কথা জানিয়েছেন ভারতীয় তারকা।
কেন হঠাৎ ক্রিকেট ছাড়লেন প্রাক্তন KKR প্লেয়ার?
31 বছর বয়স কি আদৌ ক্রিকেট ছাড়ার বয়স? মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজারা যেখানে চুটিয়ে ক্রিকেট খেলছেন সেখানে এত অল্প বয়সেই ক্রিকেট থেকে কেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কারিয়াপ্পা? এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার খুব পরিস্কারভাবে জানিয়েছেন, “ঘরোয়া ক্রিকেট শুরুর সময় আমি অবসরের কথা ভাবিইনি। মিজোরামের হয়ে খেলছিলাম বেশ। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে সদ্য খেলে উঠলাম। তবে ভেতর থেকে যেন খিদেটা অনুভব করতে পারছিলাম না। ভাবছিলাম খেলতে খেলতেই অবসর নেওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে। সেই মতোই, চিন্তাভাবনা করে কঠিন সিদ্ধান্তটা নিয়েই নিলাম।”
কেরিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত ভাগ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
ঘরোয়া ক্রিকেটে তিনি বল হাতে অনবদ্য। আজ পর্যন্ত তুলেছেন 157 উইকেট। সেই কারিয়াপ্পার কাছে ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত কোনটি প্রশ্ন করা হলে তিনি বেশি কিছু না ভেবেই জানালেন, “KKR এর জার্সিতে এ বি ডিভিলিয়ার্সকে আউট করেছিলাম। ও ব্যাট হাতে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে সেটা কারও অজানা ছিল না। সেদিনও বিধ্বংসী ব্যাটিং করছিল। তবে আমার বলে বিভ্রান্ত হয়ে স্টাম্পড আউট হয়ে যায়। ওটাই আবার কেরিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত।”
অবশ্যই পড়ুন: ভারতীয় ফুটবল দলের কোচ হলেন কোস্টারিকার বিশ্বকাপার
প্রসঙ্গত, 2015 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে পাঞ্জাব কিংসকে গুঁড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আর তার ঠিক পরের বছরই অনামি ক্রিকেটার হিসেবে 2 কোটি 40 লাখ টাকা খরচ করে কেসিকে কিনে নিয়েছিল নাইট ম্যানেজমেন্ট। যদিও কলকাতার দলে নিয়মিত ছিলেন না তিনি। শুধু তাই নয়, ঘরোয়া লিস্ট এ ক্রিকেটে তাঁর দল কর্নাটকেরও সব ম্যাচে
জায়গা পাননি এই ভারতীয়। সব মিলিয়ে, খারাপ ভালো নিয়েই ক্রিকেট ছাড়লেন কারিয়াপ্পা।