৩৩ সেঞ্চুরি, সুযোগ পাননি টিম ইন্ডিয়ায়! ভারতের মহিলা দলের কোচ অমল মজুমদারকে চেনেন?

India Women’s Team Head Coach Amol Mazumdar Know about him

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘুঁচেছে দীর্ঘ 8 বছরের অপেক্ষা। মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের মেয়েরা। আজ, রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহামঞ্চে খেল দেখাবে টিম ইন্ডিয়া। লক্ষ্য, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া। তবে ভারতের মেয়েদের এই সাফল্যের নেপথ্য নায়ক যিনি, সেই প্রধান কোচ (India Women’s Team Head Coach) অমল মজুমদারকে চেনেন কজন? সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতীয় মহিলা দলের প্রধান কোচ অমোল কোনও দিনই জাতীয় দলের হয়ে খেলেননি।

মহিলা দলকে ফাইনালে পৌঁছে দিয়েছেন অমল মজুমদার

ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ হয়নি হরমনপ্রীত কৌরদের হেড স্যার অমলের। তবে নিজের শান্ত স্বভাব এবং দক্ষতাকে কাজে লাগিয়ে ভারতীয় মহিলা দলকে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছেন তিনি। বলা বাহুল্য, 2023 সালের অক্টোবর মাসে জাতীয় মহিলা দলের দায়িত্ব গ্রহণ করেন অমল। আর তারপর থেকেই ধীরে ধীরে দেশের নারী বাহিনীর ভাগ্যের চাকা ঘুরতে থাকে।

বিশেষ করে চলতি মহিলা বিশ্বকাপে ভারতীয় মহিলা দল যেভাবে লড়াই করছে, তাতে বারবার প্রশংসার শিখরে উঠেছেন এই ভারতীয়। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, ‘ভারতীয় ক্রিকেট দলের হয়ে না খেলেও হরমন, মান্ধানাদের কোচিং করিয়ে মজুমদার প্রমাণ করেছেন অভিজ্ঞতা শুধুই আন্তর্জাতিক ম্যাচ খেলে আসে না।’

না বললেই নয়, প্রধান কোচ অমল মজুমদারের মধ্যে খেলোয়াড়দের মানসিকতা বোঝার ক্ষমতা রয়েছে। তা ছাড়াও সহজেই প্লেয়ারদের সাথে মিশে যেতে পারেন তিনি, যা অন্যান্যরা সহজে পারে না। শুধু কি তাই? অমোলের সবচেয়ে বড় শক্তি হল, তিনি শান্ত মাথায় খেলোয়াড়দের আস্থা বাড়াতে পারেন। দল ব্যর্থ হলেও মেয়েদের আত্মবিশ্বাস দেন তিনি। বলেন, ‘চেষ্টা করে যাও। আজ হয়নি কিন্তু একদিন ঠিক হবে।’ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দল গুলির কাছে সাম্প্রতিক হারের পরও ড্রেসিংরুমে শান্ত আবহাওয়া বজায় রেখেছিলেন তিনি। মনে করা হচ্ছে, তাঁর এই বিচক্ষণ এবং শান্ত স্বভাবের কারণে ভারতের মেয়েরা আজ সাফল্যের চূড়ায়।

অবশ্যই পড়ুন: এবছর মন্নতে থাকছেন না কিং খান! তাহলে কোথায় হবে জন্মদিনের সেলিব্রেশন?

উল্লেখ্য, ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেননি ঠিকই, তবে ঘরোয়া ক্রিকেটে নিজের ছাপ রেখেছিলেন অমল। বলে রাখি, অবসরের আগে পর্যন্ত ভারতীয় মহিলা দলের প্রধান কোচ 171টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 11 হাজার রান করেছিলেন। সেই সাথে অমলের খাতায় রয়েছে, 30টি সেঞ্চুরি এবং 60টি হাফ সেঞ্চুরি। এছাড়াও লিস্ট এ ক্রিকেটে 113টি ম্যাচ খেলেছিলেন মজুমদার, সেখানে তিনি করেছেন 3 হাজার রান। সেই সাথে রয়েছে 3টি সেঞ্চুরি এবং 26টি হাফ সেঞ্চুরির রেকর্ড। না বললেই নয়, ঘরোয়া ক্রিকেটে 14টি টি-টোয়েন্টিও খেলেছিলেন অমল মজুমদার। সেখানে এই ব্যাটসম্যানের রান 174।

Leave a Comment