বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে কলকাতা ভিত্তিক শিল্প সংস্থা রেশমি গ্রুপ। জানা যাচ্ছে, দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে বঙ্গের মাটিতে সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করে একটি লোহা উৎপাদনকারী প্ল্যান তৈরি করতে চলেছে সংস্থাটি।
কোথায় তৈরি হবে এই কারখানা?
কলকাতা ডেভলপমেন্ট ইনডেক্সের X পোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, খুব শীঘ্রই সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করে খড়গপুরের মাটিতে 1200 একর জায়গা নিয়ে একটি লোহা উৎপাদনকারী প্ল্যান তৈরি করতে চলেছে বঙ্গের সংস্থা রেশমি গ্রুপ।
এদিকে রেশমি গ্রুপের ইস্পাত শিল্পে নতুন বিনিয়োগের খবরে বেড়েছে কর্মসংস্থানের সম্ভাবনাও। কলকাতা ভিত্তিক সংস্থাটির নতুন আয়রন কারখানার খবর পেতেই অনেকেই বলছেন, রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে এই শিল্প গোষ্ঠীর নতুন লোহার প্ল্যান্ট তৈরি হলে রাজ্যের বহু ছেলে মেয়ে কাজের সুযোগ পাবেন। পাশাপাশি রাজ্যের কোষাগারেও নতুন অর্থ ঢুকবে বলেই আশা করা যাচ্ছে।
অবশ্যই পড়ুন: ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পাবেন শ্রেয়স আইয়ার, হবেন অধিনায়কও! বলে দিলেন তিনি
রেশমি গ্রুপের বড় লক্ষ্য
খড়গপুর ও ঝারগ্রামের কারখানার পাশাপাশি বাংলায় উৎপাদন আরও কয়েকগুণ বাড়াতেই এবার নতুন করে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে লোহার কারখানা তৈরি করতে চলেছে কলকাতা ভিত্তিক সংস্থাটি। যদিও এর আগে, গোষ্ঠীর জয়েন্ট প্রেসিডেন্ট এল বি চৌরাসিয়া বলেছিলেন, আমাদের লক্ষ্য বছর বছর বাংলার বিভিন্ন কারখানায় উৎপাদন বাড়ানো।
এতে সংস্থার যেমন লাভ হবে তেমনই বাড়বে কর্মসংস্থানও। সেবার রেশমি গোষ্ঠীর প্রেসিডেন্ট স্পষ্ট জানান, 2030 সালের মধ্যে বাংলায় সংস্থার উৎপাদন বছরে 1 কোটি টনে নিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। মনে করা হচ্ছে, পূর্ব নির্ধারিত সেই লক্ষ্য পূরণের জন্যই বাংলায় ক্রমশ বিনিয়োগ বাড়িয়ে নতুন নতুন কারখানা তৈরিতে মন দিয়েছে সংস্থাটি।