৩৫৮ করেও হার, ভারতের পরাজয়ের নেপথ্যে মূল কালপ্রিট এই ৫ প্লেয়ার!

India Vs South Africa India lost to South Africa because of these 5 Indian players

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 358 রানের বড় লক্ষ্য দিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার এড়াতে পারেনি ভারত। প্রোটিয়াদের ইনিংস দেখে একটা সময় মনে হয়েছিল হয়তো ভাগ্যক্রমে জিতে যেতে পারে টিম ইন্ডিয়া। তবে সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে প্রতিপক্ষ দল। বিচক্ষণতার সাথে মাঠে টিকে থেকে ভারতীয় দলের জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার করবিন বস। যার জেরে 4 উইকেটে দ্বিতীয় ওয়ানডেতে (India Vs South Africa) মুখ পুড়েছে ভারতের। তবে একেবারে জেতা ম্যাচ হারের পেছনে রয়েছেন ভারতের 5 প্লেয়ার। হিসেব বলে, এই খেলোয়াড়দের ব্যর্থতার কারণেই দ্বিতীয় ওয়ানডেতে পরাজয় স্বীকার করছে ভারতীয় দল।

ভারতের হারের নেপথ্যে মূল কান্ডারী এই 5 প্লেয়ার!

গতকাল দ্বিতীয় ওয়ানডে শুরু হতেই একটানা 20 বারের মতো ওয়ানডে টস হারে ভারতীয় দল। যার জেরে বাধ্য হয়ে প্রথমে ব্যাট করতে হয় কে রাহুলদের। এদিন ব্যাট হাতে বিরাট কোহলি এবং রুতুরাজ জ্বলে উঠলেও গত টেস্ট থেকে একটানা 6 ম্যাচে ব্যর্থ হয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এদিন 38 বল খেলে মাত্র 22 রান করেছিলেন জয়সওয়াল। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন যশস্বী যদি কিছুটা রান বেশি করতেন তবে হয়তো হারতে হতো না ভারতকে।

এখানেই শেষ নয়, ভারতীয় দলের আরও দুই ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের ব্যর্থতা দলের হারের জন্য দায়ী বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এদিন 27 বল নিয়ে মাত্র 24 রান করেছিলেন রবীন্দ্র। অন্যদিকে 8 বল নষ্ট করে মাত্র 1 রান তুলেই মাঠ ছেড়েছিলেন সুন্দর। মনে করা হচ্ছে, জয়সওয়াল সহ এই দুই ব্যাটসম্যান যদি কিছুক্ষণ টিকে খেলতে পারতেন তবে দক্ষিণ আফ্রিকাকে 359 নয় বরং 400 রানের লক্ষ্য দিত ভারত। তাতে অন্তত পরাজয়টা দেখতে হতো না টিম ইন্ডিয়াকে।

অবশ্যই পড়ুন: বাংলার ৫ লক্ষ রেশন কার্ড বাতিল করল সরকার, আপনারও নাম আছে কি? এভাবে চেক করুন

গতকাল শুধুমাত্র ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই যে ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকার সামনে হার স্বীকার করতে হয়েছে তেমনটা নয়। বল হাতেও প্রতিপক্ষের উইকেট ভাঙতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল ভারতীয় বোলারদের। সবচেয়ে বড় কথা, মহম্মদ সিরাজের মতো বোলারকে বসিয়ে রেখে দলে জায়গা দেওয়া প্রসিদ্ধ কৃষ্ণা গতকাল 85 রান দিয়ে মাত্র দুটি উইকেট তুলেছিলেন। এদিন এই ভারতীয় বোলারকে কার্যত জবাই করেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।

এছাড়াও আরও একজনের কথা না বললেই নয়। তিনি হলেন কুলদীপ যাদব। ভারতের এই ভরসাযোগ্য স্পিনার গতকাল সে অর্থে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। 10 ওভারের কোটায় 78 রান খরচ করে ভাগ্যক্রমে একটি মাত্র উইকেট তুলতে পেরেছিলেন তিনি। ক্রিকেট মহল মনে করে, এই 5 প্লেয়ারের জন্যই গতকাল দক্ষিণ আফ্রিকার সামনে জয়টা সুনিশ্চিত করতে পারেনি মেন ইন ব্লু।

Leave a Comment