সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন ভারতের গাড়ির বাজারে হাইব্রিড প্রযুক্তির দাপট বাড়ছে। আর সেই তালিকায় আবারও যুক্ত হল মারুতি সুজুকি (Maruti Suzuki)। হ্যাঁ, সংস্থাটি ইতিমধ্যেই মডেলগুলিতে হাইব্রিড ভ্যারিয়েন্ট যুক্ত করতে চাইছে। আর এবার তাদের লক্ষ্য Fronx Hybrid, যা 2026 সালের শুরুর দিকেই বাজারে নামতে পারে বলে অনুমান করা হচ্ছে।
সম্ভাব্য দাম কত হতে পারে?
যদিও মারুতি সুজুকি এখনো পর্যন্ত Fronx Hybrid-এর দাম নিয়ে কিছু ঘোষণা করেনি। তবে বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই গাড়ির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 10 লক্ষ টাকা, আর টপ ভেরিয়েন্টের দাম হতে পারে 15 লক্ষ টাকা। জানিয়ে রাখি, বর্তমানে স্ট্যান্ডার্ড Fronx-এর দাম শুরু হচ্ছে মাত্র 7.51 লক্ষ টাকা থেকে।
ইঞ্জিন এবং পারফরম্যান্স
জানা যাচ্ছে, Fronx Hybrid গাড়িতে থাকবে 1.2 লিটারের একটি Z12E, 3-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। পাশাপাশি হাইব্রিড সিস্টেমে ইঞ্জিন ব্যাটারিতে চার্জ করবে এবং ইলেকট্রিক মোটর চাকার শক্তি যোগাবে। সাথে থাকছে 6-স্পিড গিয়ার বক্স এবং এর সম্ভাব্য মাইলেজ হতে পারে প্রতি লিটার পেট্রোলে 35 কিলোমিটার।
Review Interior Suzuki Fronx
Okay, Kembali kedalam kajian Suzuki Fronx, marvelous in every miles Bersama MasMasBiassaa
Berhubung kemaren udah bahas eksteriornya, maka hari ini kita bakalan bahas interiornya nih Paman…Jadi gini, kemaren setelah terpukau dan hah hoh hah hoh… pic.twitter.com/JNO5yk4zeN
— Tukang Mobil Mobilan (@MasMasBiassaa) May 9, 2025
ডিজাইনে সামান্য পরিবর্তন
তবে বাইরের ডিজাইনে বড় কোনো পরিবর্তন এখনো অনুমান করা যাচ্ছে না। কিন্তু হাইব্রিড লোগো যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর ভেতরের দিকেও খুব বেশি পরিবর্তন হয়তো দেখা যাবে না। তবে যে সমস্ত ফিচার যুক্ত থাকবে, তার মধ্যে উল্লেখযোগ্য হল—9 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, হেড-আপ ডিসপ্লে, ওয়্যারলেস চার্জার এবং ক্রুজ কন্ট্রোল।
এদিকে সুরক্ষা ফিচার হিসেবে থাকবে ছয়-ছয়টি এয়ার ব্যাগ, 360 ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম এবং স্মার্ট রিভার্স পার্কিং সেন্সর।
আরও পড়ুনঃ চাকরি হারানোর যন্ত্রণা থেকে বেন স্ট্রোক! প্রয়াত আদিবাসী শিক্ষক সুবল সোরেন
উল্লেখ্য, হাইব্রিড প্রযুক্তির ফলে এখন তেল অনেকটাই সাশ্রয় হচ্ছে। পাশাপাশি দূষণ কমছে এবং দীর্ঘ ড্রাইভে আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে। তাই সব মিলিয়ে Fronx Hybrid হতে চলেছে ভারতীয় গ্রাহকদের কাছে সবথেকে জনপ্রিয় মডেল। এখন দেখার বিষয়, 2026-এ এই গাড়ি কবে রাস্তায় নামে।