৩৫ বছর ধরে বেহাল রাস্তার, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শুরু হতেই ক্ষোভ!

amader para amader somadhan

সহেলি মিত্র, কলকাতাঃ ২৬-এর বিধানসভা ভোটের আবহে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রকল্পের নাম হল ‘আমার পাড়া আমার সমাধান’। শনিবার থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পের কাজ। বাদ যায়নি পশ্চিম মেদিনীপুরের ডেবরা। তবে একদিকে যখন সরকারের নতুন এই স্কিম শুরু হয়েছে তখন সাধারণ মানুষ খারাপ রাস্তা নিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন। বিধায়কের সামনে চলল বিক্ষোভ। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

‘আমার পাড়া আমার সমাধান’ শুরু হতেই ক্ষোভ মানুষের

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ভবানীপুর অঞ্চলে শনিবার থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকার সমস্যা সমাধানের জন্য কাজ করবে প্রশাসন বলে খবর। তবে এদিকে দীর্ঘ ৩৫ বছর ধরে চকরাজপুর থেকে আকালপৌষ পর্যন্ত প্রায় দু’কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। প্রশাসনকে বারবার জানিয়েও লাভের লাভ কিছু হয়নি।

এই বিষয়ে ডেবরার বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। এই প্রকল্পে দুটি কাজ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার মধ্যে অন্যতম হল রাস্তা। আর বিভিন্ন জায়গায় জায়গায় বেহাল রাস্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের মাত্রা বাড়ছে। ব্যতিক্রম নয় চকরাজপুর থেকে আকালপৌষ। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার দশা এতটাই বেহাল যে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে রীতিমতো।

৩৫ বছর ধরে অবহেলায় পড়ে রাস্তা

স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল দশার কারণে সবথেকে বেশি সমস্যায় পড়ছে কুমারশান্ডা স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের প্রধান শিক্ষক হরিপদ মান্না বলেন, “রাস্তা এতটাই খারাপ যে অনেক ছাত্রছাত্রী ভর্তি হতে পারছে না। যারা ছিল তারাও অন্যত্র চলে যাচ্ছে। বহুবার প্রশাসনকে জানিয়েও কোনও ফল হয়নি।” অন্যদিকে জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানান, ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্প কর্মসূচি শুরু হওয়ার আগে এই সংক্রান্ত জেলায় ৩৩টি শিবির করা হয়েছিল। বেহাল রাস্তাগুলি ঠিক করার দ্রুত চেষ্টা করা হবে।

 

Leave a Comment