৩৬৫ দিনে ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং! সস্তার প্ল্যান আনল Jio

সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রাহকদের কথা মাথায় রেখে দেশের সবথেকে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স Jio একের পর এক চমক নিয়ে হাজির হয়। আর এবারও তার ব্যতিক্রম কিছু হল না। হ্যাঁ, জিও নিয়ে এসেছে একেবারে নতুন ধামাকাধার একটি রিচার্জ প্ল্যান, যেখানে স্বল্প বাজেটের মধ্যে মিলছে ভরপুর সুবিধা। কিন্তু কাদের জন্য সেরা এই প্ল্যান এবং কী কী বা থাকছে?

জানিয়ে রাখি, কিছুদিন আগে TRAI প্রতিটি টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল এমন প্ল্যান আনতে, যাতে শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস পরিষেবা পাওয়া যাবে। আর দেশের এখনো বহু মানুষ রয়েছে, যারা ইন্টারনেট ব্যবহার করেন না। শুধুমাত্র ফোন কল বা মেসেজের জন্যই ফোন ব্যবহার করে। আর তাদের কথা মাথায় রেখে জিও এবার নিয়ে এসেছে ভয়েস অনলি রিচার্জ প্ল্যান।

458 টাকায় 84 দিনের ভ্যালিডিটি

আসলে জিও’র এই নতুন প্ল্যানটির দাম মাত্র 458 টাকা। আরে এতে মিলছে 84 দিনের ভ্যালিডিটি। জানা যাচ্ছে, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধা পাওয়া যাবে এবং 1000টি এসএমএস পাওয়া যাবে। সঙ্গে থাকছে JioCinema এবং JioTV-র অ্যাক্সেস। আর এই প্ল্যানটি একমাত্র তাদের জন্যই উপযুক্ত, যারা শুধুমাত্র কলিংয়ের জন্য ফোন ব্যবহার করে।

জিও’র 365 দিনের প্ল্যান

যদি আপনি দীর্ঘমেয়াদে রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাহলে রয়েছে জিও’র 1998 টাকার একটি বার্ষিক প্ল্যান। আর এই প্ল্যানের ভ্যালিডিটি পুরো 365 দিন। কারণে এখানে আপনি পাবেন যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধা, 3600টি ফ্রি এসএমএস-র সুবিধা এবং JioCinema ও JioTV ফ্রি সাবস্ক্রিপশন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে BHEL-এ কাজের সুযোগ, নেওয়া হচ্ছে প্রচুর কর্মী

পুরনো দুটি প্ল্যান বাতিল করেছে জিও

তবে এই নতুন ভয়েস অনলি প্ল্যান আনার পাশাপাশি জিও তাদের লিস্ট থেকে দুটি পুরনো প্ল্যান সরিয়ে দিয়েছে। প্রথমটি 479 টাকার প্ল্যান, যেখানে ছিল 84 দিনের ভ্যালিডিটি এবং 6GB ডেটা। পাশাপাশি 1899 টাকার প্ল্যান, যেখানে ছিল 336 দিনের ভ্যালিডিটি এবং 24GB ডেটা।

Leave a Comment