প্রীতি পোদ্দার, ঢাকা: অবশেষে স্বস্তি! জুলাই মাসের শুরুতেই LPG ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হল বড় সুখবর! নতুন মাস পড়তেই তেল বিপণনকারী সংস্থাগুলি একধাক্কায় অনেকটাই কমাল ১৯ কেজির কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম। গতকাল সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে। একনজরে সম্পূর্ণটা দেখে নেওয়া যাক বিস্তারিত।
বড় স্বস্তি মধ্যবিত্তদের
বাংলাদেশ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার LPG গ্যাস সিলিন্ডারের দাম সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা BERC এর চেয়ারম্যান জালাল আহমেদ।
এদিন তিনি সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেন যে ১২ কেজি সিলিন্ডারের দাম অনেকটা কমবে। এর পাশাপাশি তিনি নতুন দামও ঘোষণা করেন। গতকাল সন্ধ্যে থেকেই নতুন দর কার্যকর হবে বলে জানানো হয়েছে।
কত কমল দাম?
রিপোর্ট সূত্রে জানা গিয়েছে বাংলাদেশে আগে ১২ কেজি LPG গ্যাস সিলিন্ডারের দাম ধার্য করা হয়েছিল ১ হাজার ৪০৩ টাকা। কিন্তু বর্তমানে সেই একই পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম রাখা হয়েছে ১ হাজার ৩৬৪ টাকা। অর্থাৎ সব মিলিয়ে ৩৯ টাকা কমানো হয়েছে।
BERC -র নতুন নিয়ম অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৩ টাকা ৬৪ পয়সা। সেই মূল্যের হিসেব গত মাসের সঙ্গে তুলনা দেখা যাবে এ মাসে দাম ৩ টাকা ৩০ পয়সা কেজিতে কমেছে।
অটোগ্যাসের দামও কমছে অনেকটা
আগে বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ নির্ধারণ করা হয়েছিল ১১৬ টাকা ৯৪ পয়সা। অন্যদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা LPG গ্যাস সিলিন্ডারের সাড়ে ১২ কেজির দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। পাশপাশি গাড়িতে ব্যবহৃত LPG-র অটোগ্যাসের দামও অনেকটা কমেছে। আগে অটোগ্যাসের জন্য দাম নির্ধারণ করা হয়েছিল ৬৪ টাকা ৩০ পয়সা। তবে এবার সেই দাম কমে হয়েছে প্রতি লিটারে ৬২ টাকা ৪৬ পয়সা।
আরও পড়ুন: বকেয়া ২৫% DA-র সাথে জুড়ল SSC Scam! রাজ্যকে পাল্টা চাপ কর্মীদের
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে LPG-র দাম নির্ধারণ করে আসছে BERC। প্রতি মাসে এলপিজির এই দুই মূল উপাদান প্রোপেন এবং বিউটেনের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। আর সেই দামের ভিত্তিতে ওপার বাংলায় দাম নির্ধারণ করা হয়। প্রতিমাসে এই দামের উনিশ বিশ তফাৎ থাকে। BERC প্রতিমাসে আমদানিকারক কোম্পানির চালানের মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে থাকে। চলতি মাসে সেই দামে খানিক স্বস্তি পেল মধ্যবিত্তরা।
অন্যদিকে মাসের শুরুতেই ভারতেও এক ধাক্কায় অনেকটাই কমল এলপিজি সিলিন্ডারের দাম। গত ১ জুলাই থেকে মূলত ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা কমেছে। বর্তমানে দিল্লির বাজারে এখন বাণিজ্যিক ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১৬৬৫ টাকা। শুধু দিল্লি নয়, দেশের সমস্ত শহরেই এই দাম কমেছে ৫৮.৫০ টাকা হারে। কেন্দ্রের এই সিদ্ধান্তে বেশ খুশি হোটেল, ক্যাটারাররা।