৩% বেতন বাড়ল বাংলার শিক্ষকদের, বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

Teachers Salary Hike

সহেলি মিত্র, কলকাতা: বছরের শুরুতেই কপাল খুলল বাংলার শিক্ষকদের। একদিকে যখন বাংলার সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ বা মহার্ঘ্য ভাতার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন অন্যদিকে বাংলার বহু শিক্ষকের বেতন বাড়ল (Teachers Salary Hike)। এক ধাক্কায় ৩ শতাংশ বেতন বেড়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই এখন অনেকের মধ্যে খুশির আবহাওয়া বিরাজ করছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

৩% বেতন বাড়ল বাংলার শিক্ষকদের

এখানে জানিয়ে রাখি, সব শিক্ষকদের কিন্তু আবার এই বেতন বৃদ্ধি হয়নি। নিশ্চয়ই ভাবছেন তাহলে কাদের এই বেতন বেড়েছে, পদ অনুযায়ী কাদের কত টাকা বেতন বাড়ছে, এই বিষয়ে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি বিশদে দেখে নিতে হবে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের সম্মানী ভাতায় ৩ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বেতন বৃদ্ধির তথ্য দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মহার্ঘ ভাতা বেড়ে হতে পারে ৭৪%! সরকারি কর্মীদের জন্য ৮ পে কমিশন নিয়ে বড় আপডেট

কবে থেকে কার্যকর হবে?

সরকারের এহেন সিদ্ধান্তের ফলে প্রায় হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা লাভবান হবেন। সকলে এই সুবিধার আওতায় আসবেন। আসলে দীর্ঘদিন ধরে তাঁরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবিকে মান্যতা দিল সরকার।এই ৩% বেতন বৃদ্ধি আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সম্মানী থেকেই শিক্ষকরা বাড়তি টাকা পাবেন।

আরও পড়ুনঃ ট্রেনের টিকিটের মূল্য কীভাবে নির্ধারণ করা হয়? জবাব দিল রেল

এতে জেলা পরিষদ এবং মহাকুমা পরিষদগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও দাবির তুলনায় এই বেতন বৃদ্ধির পরিমাণ খুবই কম বলে অনেকেই মত প্রকাশ করছেন। জানা গিয়েছে, সরকারের এহেন সিদ্ধান্তে কিছু শিক্ষক খুশি হয়েছেন তো কিছুজন খুশি হননি।

Leave a Comment