৩ মাসে টাকা ডবল, একটি কিনলে একটি স্টক একদম ফ্রি!

This Multibagger Stock gave 122 percent return in just 3 months

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 এর শুরুতেই বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের বড় রিটার্ন দিয়েছে (Multibagger Stock)। সেই তালিকায় নাম রয়েছে আইটি কোম্পানি সিলভার টাচ টেকনোলজিস লিমিটেডের স্টকেরও। নতুন বছরে এই স্টকের দাম ক্রমাগত বেড়েই চলেছে। শেষবারের মতো, আজ শেয়ার মার্কেটে ঝড় তুলে 5 শতাংশ পর্যন্ত লাফিয়েছে এই সংস্থার স্টকের দাম। সবচেয়ে মজার বিষয়, প্রথমবারের মতো এই সংস্থা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বোনাস শেয়ার এবং স্টক বিভাজনের ঘোষণা দিয়েছে। হ্যাঁ, এবার থেকে এই সংস্থার একটি স্টক কিনলে আরেকটি স্টক সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে!

একটি স্টক কিনলে একটি স্টক সম্পূর্ণ ফ্রি!

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিংয়ের সময় আইটি সংস্থা সিলভার টাচ টেকনোলজিস লিমিটেড এই স্টকের বিভাজনের খবর জানিয়েছে। সেই সাথে সংস্থাটির তরফে বলা হয়েছে, যদি কোনও বিনিয়োগকারী সিলভার টাচ টেকনোলজিসের একটি স্টক কেনেন তবে তিনি অন্য একটি স্টক সম্পূর্ণ বিনামূল্যে বোনাস হিসেবে পাবেন। তবে ঠিক কবে থেকে এই বিশেষ অফার চালু হচ্ছে সে কথা এখনও পর্যন্ত খোলসা করেনি সংস্থাটি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সংস্থার স্টকের উপর বোনাসের সুবিধা চালু হয়ে যাবে।

3 মাসে টাকা ডাবল করেছে এই স্টক

প্রথমেই বলে রাখি, শুক্রবার শেয়ার মার্কেট বন্ধ হওয়ার আগে পর্যন্ত সিলভার টাচ টেকনোলজিসের একটি স্টকের দাম ছিল 1603 টাকা। নতুন বছরে এই সংস্থার স্টকের দাম এক ধাক্কায় 45 শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে যদি গত তিন মাসের হিসেব করা হয় সেক্ষেত্রে এই স্টক বিনিয়োগকারীদের 122 শতাংশ রিটার্ন প্রদান করেছে। অর্থাৎ মাত্র তিন মাসেই টাকা হয়েছে দ্বিগুণ। গত এক বছরে এই স্টক থেকে 133 শতাংশ রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা।

অবশ্যই পড়ুন: একটানা ৫০ বছর ধরে না ঘুমিয়েও দিব্য সুস্থ আছেন মোহনলাল

দীর্ঘ 52 সপ্তাহে শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্যে এই স্টকের দাম সর্বোচ্চ 1695.50 টাকায় পৌঁছেছিল। অন্যদিকে দীর্ঘ সময়ের মধ্যে এই স্টকের দাম সর্বনিম্ন 621 টাকায় নেমে এসেছিল। বেশ কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী বলছেন, আগামী দিনে এই সংস্থার ব্যবসায়িক উন্নতির সাথে সাথে স্টকগুলির দামও বাড়বে। বলে রাখি, এই মুহূর্তে আইটি সংস্থাটির মার্কেট ক্যাপ 2041কোটি টাকা। না বললেই নয়, গত দু বছরে এই স্টক থেকে বিনিয়োগকারীরা একসাথে 128 শতাংশ পেয়েছেন। যেই পরিমাণটা গত তিন বছরের হিসেবে 368 শতাংশ। অর্থাৎ চারবার এই স্টক বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment