৩ হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগ, অনিল আম্বানিকে লুক আউট নোটিস ইডির

ED On Anil Ambani gives lookout notice

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শিরোনামে রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আম্বানি। প্রায় 20 হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগে তাঁর সম্পত্তি এবং বিভিন্ন দপ্তরে তল্লাশি চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

জানা যায়, আগামী মঙ্গলবার তাঁকে দপ্তরে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেখানে তাঁকে এই গোটা ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই খবর। এমতাবস্থায়, গতকাল অর্থাৎ শুক্রবার 3 হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ মামলায় অনিলকে লুক আউট নোটিস পাঠালো ইডি।

অনিলের চাপ আরও বাড়ল

সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অনিল আম্বানির সংস্থাগুলির বিরুদ্ধে কমপক্ষে 17 হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল আগেই। এবার ধীরুভাই পুত্রের বিরুদ্ধে আরও এক অভিযোগ উঠল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, অনিলকে 2017 থেকে 2019 সালের মধ্যে 3 হাজার কোটি টাকা ঋণ দিয়েছিল ইয়েস ব্যাঙ্ক।

তবে ওই অর্থের গোটাটাই নাকি নিজের জন্য আলাদা করে সরিয়ে ফেলেছেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান। শুধু তাই নয়, ইডি সূত্রে খবর, অনিল আম্বানির একাধিক সংস্থার মধ্যে দিয়ে ওই ঋণ বিলি করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেল, ঋণ মঞ্জুরের জন্য নানান বৈধ আইন ভাঙে ওই বেসরকারি ব্যাঙ্কটি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনিলকে মোটা টাকা পাইয়ে দেওয়ার জন্য ব্যাঙ্ক আধিকারিকদের কাছ থেকে বিপুল পরিমাণ উৎকোচ গিয়েছে, বেনামী সংস্থার কাছে। আর সেই সব ঘটনাকে সামনে রেখে এবার অনিল আম্বানিকে লুক আউট নোটিস ধরালো ইডি।

অবশ্যই পড়ুন: গম থেকে পরমাণু এবার শুল্ক! আমেরিকার চাপে কখনও মাথা নত করেনি ভারত! সাক্ষী ইতিহাস

উল্লেখ্য, গত সপ্তাহে অনিল আম্বানির দিল্লি এবং মুম্বাইয়ের 35টি সম্পত্তি ও 50টি দপ্তরে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাছাড়াও গত বৃহস্পতিবার সন্ধ্যায় 68 কোটি টাকার একটি ভুয়ো ব্যাঙ্ক গ্যারান্টি মামলায় কলকাতা এবং ভুবনেশ্বর জুড়ে তল্লাশি চলে। শেষ পর্যন্ত শুক্রবার তল্লাশি অভিযান শেষ করে নোটিস দিয়ে অনিলকে তলব করলেন ইডি আধিকারিকরা।

Leave a Comment