৩-০ তে নেপালের দলকে গুঁড়িয়ে সাফ ফাইনাল জয়, ভারতের প্রথম ক্লাব হিসেবে ইতিহাস ইস্টবেঙ্গলের

East Bengal FC Wins Saff women’s club Championship final

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের আসরে দুর্ধর্ষ ফুটবল খেলায় ইতিহাস তৈরির সুযোগ ছিল ইস্টবেঙ্গলের (East Bengal FC) নারীদের হাতে। শনিবার নেপালের দল এপিএফ এফসিকে গুঁড়িয়ে দিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করে নিল লাল হলুদ বাহিনী। শেষবারের মতো, 2004 সালে কাঠমান্ডুর মাটিতেই সান মিগুয়েল কাপ জিতেছিল ইস্টবেঙ্গলের পুরুষ দল। সেই ভূমিতেই দাঁড়িয়ে 21টা বছর পেরিয়ে ভারতের প্রথম মহিলা দল হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক খেতাব জিতে ইতিহাস লিখল ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের দাপটে একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা প্রতিপক্ষের

অন্যান্য দিনের মতো এদিন ম্যাচের একেবারে শুরুতেই ইস্টবেঙ্গলের হয়ে আক্রমণের তেঁজ বাড়াতে থাকেন ফাজিলা। তাতেই একেবারে কুপোকাত হয়ে পড়ে প্রতিপক্ষ। এদিন নেপালের ক্লাব এপিএফ এফসির মেয়েদের সে অর্থে সুযোগই তৈরি করতে দেয়নি ইস্টবেঙ্গলের দঙ্গল কন্যারা। উল্টোদিকে প্রতিপক্ষের প্লেয়ারদের একপ্রকার বোতল বন্দি করে রেখে নিজেরা গোল করে গিয়েছেন।

শনিবার, বিদেশের দলের রক্ষণকে বারবার বোকা বানিয়ে একাই দুই গোল করেন লাল হলুদের স্ট্রাইকার ফাজিলা। এদিন ফাজিলার দেখাদেখি দুরন্ত ফুটবল খেলতে শুরু করেন লাল হলুদের বাকিরাও। তাতেই শেষ পর্যন্ত শিল্কির পা থেকেও একটি দুরন্ত গোল উপহার পায় লাল হলুদ।

না বললেই নয়, আজ ম্যাচের শুরুর 13 মিনিটেই প্রথম গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ফাজিলা। এরপর ক্রমাগত আক্রমণ শানিয়ে 21 মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন তিনিই। অন্যদিকে প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে লাগিয়ে 35 মিনিটে ডান প্রান্ত থেকে ভেসে আসা সেন্টারে হেড করে গোল করে দেন শিল্কি। আর সেটাই নেপালের মেয়েদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াল।

অবশ্যই পড়ুন: বিশ্বকাপের দল থেকে শুভমন গিলকে বাদ দেওয়ার কারণ জানালেন আগরকর

বলাই বাহুল্য, পুরুষ দলের সফলতার পর আজ মেয়েদের দাপুটে ফুটবলকে সঙ্গী করে ভারতের প্রথম ক্লাব হয়ে উঠল ইস্টবেঙ্গল। যে দলের মহিলা এবং পুরুষ উভয় বিভাগই আন্তর্জাতিক খেতাব জিতেছে।

Leave a Comment