৪টি ব্যাঙ্কের অস্তিত্ব হারানোর প্রশ্নে জবাব দিল কেন্দ্র সরকার

Bank Merger

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশে আর অস্তিত্ব থাকবে না চারটি ব্যাঙ্কে? হ্যাঁ, রাজ্য সরকারের আওতায় একত্রীকরণ (Bank Merger) হচ্ছে আবারও চার চারটি ব্যাঙ্ক। এই খবর ছড়িয়ে পড়তে চিন্তায় পড়েছে লক্ষ লক্ষ গ্রাহক। অবশেষে কেন্দ্র সরকারের তরফ থেকে আসলো সদুত্তর। তাহলে সত্যিই কি ছোট ব্যাঙ্কগুলির অস্তিত্ব থাকবে না? কী বলল কেন্দ্র সরকার?

কোন কোন ব্যাঙ্কের অস্তিত্ব থাকবে না?

সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছিল, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের মতো ছোট ব্যাঙ্কগুলিকে এবার একীভূত করা হবে। এমনটাই চিন্তাভাবনা করছে সরকার। জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার মতো বড় বড় ব্যাঙ্কগুলোর সঙ্গেই এই ব্যাঙ্কগুলোকে জুড়ে দেওয়া হবে। তবে এবার কেন্দ্র সরকার জানিয়ে দিল যে, তাদের ব্যাঙ্কগুলিকে একীভূত করার কোনও পরিকল্পনা নেই।

সম্প্রতি সংসদে এই প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নের জবাব দিলেন অর্থ প্রতিমন্ত্রী পংকজ চৌধুরী। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের আপাতত এরকম কোনও পরিকল্পনা নেই। রাজ্যের আওতায় ব্যাঙ্কগুলির মার্জার বা মিলিয়ে দেওয়ারও কোনওরকম পরিকল্পনা নেওয়া হয়নি। এমনকি লোকসভায় লিখিত জবাবে কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির একত্রীকরণ বা বিলুপ্ত করার কোনও পর্যালোচনা হচ্ছে না।

আরও পড়ুন: দুশোর বেশি ফ্লাইট বাতিল, বিলম্ব শতাধিক! কেন বিভ্রাটে পড়ল ইন্ডিগোর বিমান পরিষেবা?

তবে আরেক প্রশ্নে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট রুলস ২০১৯ অনুযায়ী, পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোতে বিদেশি বিনিয়োগ কিংবা ফরেন ডিরেক্ট ইনভেসমেন্টের সীমা এবার ২০ শতাংশ পর্যন্ত ধার্য করা হয়েছে। আর প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলোতে সেই সীমা নির্ধারণ করা হয়েছে ৭৪ শতাংশ। তবে দেশের গ্রামীণ অঞ্চলের ব্যাঙ্কগুলির অবস্থা তুলনামূলকভাবে উন্নত হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু আপাতত এই ব্যাঙ্কগুলিকে মার্জ করার কোনওরকম পরিকল্পনা কেন্দ্রের তরফ থেকে নেওয়া হয়নি।

Leave a Comment