৪০০,০০,০০,০০০ টাকা বিনিয়োগ! আদানির এক সিদ্ধান্ত ঘিরে তুমুল হইচই

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের খেল দেখালেন ভারতের দ্বিতীয় সর্বাধিক ধনী ব্যক্তি গৌতম আদানি (Gautam Adani)! হ্যাঁ, এবার তিনি বিমান রক্ষণাবেক্ষণ খাতে বিরাট বিনিয়োগ করলেন। তার সংস্থা আদানি এন্টারপ্রাইজ লিমিটেড এবার ভারতের অন্যতম বৃহৎ বেসরকারী বিমান রক্ষণাবেক্ষণ সংস্থা Air Works India-র 85.1 শতাংশ অংশীদারিত্ব কিনে নিল। জানা যাচ্ছে, এই চুক্তির মূল্য প্রায় 400 কোটি টাকা।

কোন খাতে হল এই বিরাট বিনিয়োগ?

জানিয়ে রাখি, এই অধিগ্রহণের মাধ্যমে এয়ারক্রাফ্ট রক্ষণাবেক্ষণ, রিপিয়ার, বিমান পরিষেবা এবং মেরামতের ক্ষেত্রে আদানি গ্রুপ নিজেদের জায়গা পাকাপোক্ত করল। বর্তমানে এই খাতে দ্রুত গতি পাচ্ছে। আর বিশেষ করে ভারতের মতো বাজারে, যেখানে বেসরকারি বিমান পরিষেবা দিনের পর দিন মাথাচাড়া দিয়ে বাড়ছে।

বেশ কয়েকটি রিপোর্ট মারফত জানা যাচ্ছে, এই অধিগ্রহণ করা হয়েছে আদানি ডিফেন্স সিস্টেম এন্ড টেকনোলজি লিমিটেডের মাধ্যমে, যা আদনি গ্রুপেরই এক প্রতিরক্ষা বিভাগ। তবে হ্যাঁ, সম্পূর্ণ নগদ লেনদেন হয়েছে। কোনোরকম শেয়ার বিনিময় হয়নি। যদিও এই চুক্তির ঘোষণা 2024 সালের ডিসেম্বর মাসেই হয়েছিল, তবে তা 2025-র জুনের শেষে বাস্তবে রূপ নিয়েছে।

Air Works India সম্পর্কে তথ্য

বেশ কয়েকটি নথি ঘেঁটে জানা গেল, Air Works India 1991 সালে হরিয়ানার গুরগাঁওতে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটি ভারতের বৃহত্তম বেসরকারি এমআরও সংস্থা। এর মাধ্যমে বিমান সংস্থা, মালিক, লিজিং কোম্পানি বা প্রতিরক্ষা খাত কাজ করে। 2022 সালে Boeing-র সঙ্গে চুক্তি করে ভারতের নৌবাহিনীর P-8I যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণের কাজও করেছে এই সংস্থা।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের পকেটে ছ্যাঁকা লাগাচ্ছে রুপো, ধরাছোঁয়ার বাইরে আজকের সোনার দাম

এখন আদানির মূল লক্ষ্য কী?

আদানি গ্রুপ ইতিমধ্যেই বিমানবন্দর পরিচালনা, প্রতিরক্ষা প্রযুক্তি ও বিমান পরিষেবায় নিজেদের জায়গা পাকাপোক্ত করে ফেলেছে। তবে এবার তারা এই অধিগ্রহণের মাধ্যমে ডিফেন্স এভিয়েশন এবং বেসরকারি বিমান পরিষেবা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও নিজেদের জায়গা মজবুত করতে চাইছে। 

বলে রাখি, আদানি গ্রুপের মূল সংস্থা আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, যার বর্তমান বাজার মূল্য 3.02 লক্ষ কোটি টাকা। আর এর শেয়ারের দাম গত 1 জুলাই 2626 টাকায় পৌঁছেছে। এদিকে গৌতম আদানির বর্তমান মোট সম্পত্তির পরিমাণ 68 বিলিয়ন মার্কিন ডলার, যা তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তিতে ঠাঁই দিয়েছে।

Leave a Comment