৪০ কিমি বেগে হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ৭ জেলায়! বাড়বে গরমও, আবহাওয়ার খবর

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ একদিকে গলদঘর্ম গরম, অন্যদিকে লাগামছাড়া বৃষ্টি, সব মিলিয়ে নাজেহাল পরিস্থিতি বাংলার মানুষের। একটানা বৃষ্টির জেরে কিছুটা হলেও পারদ পতনের আশা করেছিলেন বঙ্গবাসী, তবে সে গুড়ে বালি। উল্টে নিম্নচাপের বৃষ্টি হওয়ার পর গরম বাড়ছে। দরদর করে ঘামছেন মানুষ। যাইহোক, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাত চলবে। আজ শুক্রবারও একই পরিস্থিতি থাকবে সর্বত্র। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। আপাতত তার প্রভাব সরাসরি বাংলার উপরে পড়ছে না। তবে সক্রিয় থাকা মৌসুমি অক্ষরেখার প্রভাবে ঝড়-বৃষ্টির দাপট চলবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather) সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সঙ্গী হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। বাদবাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আগামীকালের আবহাওয়া

শনিবার অর্থাৎ সপ্তাহান্ত থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এদিন বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এরপর রবিবার থেকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।

দক্ষিণবঙ্গের কথা বললে, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

Leave a Comment