প্রীতি পোদ্দার, হুগলি: বছর ঘুরলেই রাজ্যে ২৬ এর বিধানসভা ভোট। তার আগে চর্চায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন। এমনিতেই বিহারে ‘SIR’–এ বাদ গিয়েছে ৬৫ লক্ষেরও বেশি নাম। এই পরিস্থিতিতে বাংলায় SIR নিয়ে বেশ হাওয়া গরম পরিস্থিতি। এমতাবস্থায় কালীপুজোর উৎসবের মাঝেই দেখা গেল আরেক ঘটনা। রাজনৈতিক মতাদর্শ ভুলে এবার হুগলিতে (Hooghly) একসঙ্গে মদের আসর বসাল তৃণমূল এবং বিজেপি। ভাইরাল খবরে চক্ষু চড়কগাছ সকলের।
মদের আসর তৃণমূল বিজেপির
রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট এলাকার ১ নম্বর ব্লকে কুমুরশা অঞ্চলের স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের খামারে। সেখানে ভাইরাল ভিডিও (আমাদের পক্ষে ভাইরাল ভিডিও, ছবির সত্যতা যাচাই সম্ভব হয়নি) সূত্রে জানা গিয়েছে সেখানে মদের আসরের আয়োজন করা হলে উপস্থিত রয়েছেন গোঘাট ১ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বরজিৎ পাখিরা, এবং সিপিআইএম নেতা শঙ্কর সাঁতরার ছেলে বিজেপি নেতা শ্যামল সাঁতরা সহ অন্যান্যরা। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood।
ভাইরাল ভিডিও
ভাইরাল এই ভিডিও অনুযায়ী, শতরঞ্চি পেতে গ্লাসে মদ ঢেলে দিচ্ছেন বিজেপি নেতা, প্লেটে মদের চাট। সঙ্গে ছিল ৪০ কেজি ওজনের পাঁঠার মাংস এবং ৭ কেজি ওজনের কাতলা মাছ। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত ব্যাপক অসন্তোষের মুখে পড়েছে দুই দল। যেখানে জনসমক্ষে এবং মতামত দেওয়ার ক্ষেত্রে দুই দলের মধ্যে সাপে নেউলে সম্পর্ক, সেখানে দাঁড়িয়ে দুই নেতার এইরূপ মদের আসর নিয়ে দলের চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাজল কুমার রায়। তিনি বলেছেন যদি এই ভিডিও সঠিক হয় তাহলে খুব শীঘ্রই দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে। একই মত প্রেরণ করেছে বিজেপি।
আরও পড়ুন: ভাইফোঁটার রাতে বাজি ফাটানোর প্রতিবাদ! গড়িয়ায় দম্পতিকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি
উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙা নিয়ে তুমুল তরজা তৃণমূল এবং বিজেপির মধ্যে। এমতাবস্থায় সুন্দরবন পুলিশ জেলা সূর্যনগরের নারায়ণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত এই ব্যক্তি মদ্যপ অবস্থায় মূর্তি ভাঙার কাজ করেছিল বলে বৃহস্পতিবার সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন। কিন্তু তবুও এই কথা অস্বীকার করতে নারাজ বিজেপি। তাদের মতে একমাত্র এই কাজ তৃণমূলের তরফ থেকে করা হয়েছে, উল্টো অভিযোগ আনছে বিজেপি। আর এই আবহে একসঙ্গে বসে মদের আসর খুব সকলে বেশ অবাক করে দিচ্ছে।