সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের প্রযুক্তির ইতিহাসে এবার গুরুত্বপূর্ণ অধ্যায় লিখতে চলেছে খড়গপুর আইআইটি। হ্যাঁ, প্রতিষ্ঠানের 75 তম বর্ষপূর্তি উপলক্ষে এবার কেন্দ্র সরকার বিরল সংগ্রহ যোগ্য রুপার মুদ্রা (Silver Coin) আছে, যার মূল্য নাকি 75 টাকা।
18 আগস্ট বিশেষ উন্মোচন
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘোষণায় সম্প্রতি জানা গিয়েছে যে, আগামী 18 আগস্ট খড়গপুর আইআইটির প্রতিষ্ঠা দিবসে উন্মাচিত হবে এই বিশেষ স্মারক মুদ্রা। 40 গ্রাম ওজনের এই মুদ্রায় 99.9% বিশুদ্ধ রুপো থাকবে, যার ব্যাস হবে 44 মিলিমিটার। আর এটি হবে ভারতের ইতিহাসে 14 তম 75 টাকা মূল্যের স্মারক মুদ্রা।
প্রসঙ্গত জানিয়ে রাখি, 1951 সালে আইআইটি খড়গপুর প্রতিষ্ঠিত হয়েছিল, যা দেশের প্রথম আইআইটি এবং প্রযুক্তি শিক্ষার অন্যতম শীর্ষ কেন্দ্রবিন্দু। পশ্চিম মেদিনীপুর জেলার 2000 একরের বেশি জমিতে বিস্তৃত এই প্রতিষ্ঠানটি এখনো বিজ্ঞানের জন্মভূমি বলা চলে। এ বিষয়ে ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেছেন, 75 বছরের এই মাইলস্টোন স্মরণীয় করে রাখতে সরকারের এই অনুমোদন পাওয়া সত্যিই গর্বের বিষয়।
তবে এই মুদ্রা দৈনন্দিন কেনাবেচায় ব্যবহার করা যাবে না বলেই জানানো হয়েছে। শুধুমাত্র সংগ্রহযোগ্য হিসেবে থাকবে এই বিরল মুদ্রা। কলকাতার সরকারি টাকশাল থেকেই এটি উন্মোচিত হবে আর সংগ্রাহকদের জন্য নির্ধারিত মূল্য ধার্য করা হবে 75 হাজার টাকা।
আরও পড়ুনঃ নাম বাদ গেলে আধার কার্ড দিয়েই করা যাবে আবেদন! SIR নিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, মুদ্রাবিজ্ঞানী সুধীর লুনাওয়াত জানিয়েছেন যে, দেশে এই পর্যন্ত এখনো 13 বার 75 টাকা মূল্যের স্মারক মুদ্রা প্রকাশ পেয়েছে। আর খড়গপুর আইআইটির এই মুদ্রা এবার সেই তালিকায় যুক্ত হল 14 তম হিসাবে। দেশের মধ্যে সংগ্রাহক এবং আইআইটি খড়গপুরের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের কাছে এটি নিঃসন্দেহে গর্বের বিষয়, তা বলা চলে।