৪০ তম খেতাব জয়ের আশা, এবারের কলকাতা লিগে যেই দল নিয়ে নামবে ইস্টবেঙ্গল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা লিগে ইস্টবেঙ্গলের কপাল একেবারে সোনায় বাঁধানো! পুরনো ব্যর্থতাগুলিকে ভুলতে এমন মন্ত্রই এখন অস্ত্র হয়েছে বহু লাল হলুদ সমর্থকের! যদিও এ বছর অন্যান্য বড় দলগুলির আগে ঘরোয়া লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল হলুদ (East Bengal)।

কলকাতা লিগে সিনিয়রদের নিয়ে কোনও গল্প নেই, তাই জুনিয়র দল নিয়েই নিজস্ব অস্ত্রে শান দিচ্ছে মশাল দল। লক্ষ্য একটাই এ বছর কাপ জিতে জয়ের ধারা অব্যাহত রাখা। যদিও গতবারের চ্যাম্পিয়নদের নাম আজ পর্যন্ত প্রকাশ করতে পারেনি ফেডারেশন। যা নিয়ে চলছে আইনি লড়াই। বলে রাখি, গতবারের চ্যাম্পিয়নের নাম ঘোষণা না হওয়ায় কিছুটা হলেও ক্ষুব্ধ 39 বারের চ্যাম্পিয়নরা।

জয়ের লক্ষ্য নিয়েই কলকাতা লিগে ঝাঁপাবে ইস্টবেঙ্গল

গত ইন্ডিয়ান সুপার লিগ ও ডুরান্ড কাপে হতশ্রী পারফরমেন্স, পরে AFC চ্যালেঞ্জ লিগ ও কলিঙ্গ সুপার কাপের মতো আসরেও ক্রমশ ব্যর্থতার পরিধি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। তাই ঘরোয়া লিগে অন্তত জুনিয়র দল নিয়ে নাক কাটাতে চাইছে না বিনো জর্জের লাল হলুদ। মূলত সে কারণেই অন্যান্যদের থেকে বহু আগেই অনুশীলন সারতে ময়দানে নেমে ঘাম ঝড়াচ্ছে মশাল বাহিনীর ছোটরা।

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন নিয়ে আদালতে আইনি লড়াইয়ের মাঝেই এবারের আসরে একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে সব দলই। তালিকায় থাকবে মোহনবাগানও। ফলত, সমস্ত দিক মাথায় রেখেই চেনা যুদ্ধে জাতের খেলা দেখাতে কার্যত প্রস্তুত মশাল বাহিনী। কিন্তু কাদের নিয়ে কলকাতা লিগে আসর জমাবে ইস্টবেঙ্গল?

অবশ্যই পড়ুন: নাম নেই স্কোয়াডে, ভারতের বিরুদ্ধে স্টোক্সের জায়গায় আরেক ভারতীয়! কে এই প্লেয়ার

কলকাতা লিগে কেমন হতে পারে ইস্টবেঙ্গলের দল?

লাল হলুদের বেশকিছু ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, এবারের কলকাতা লিগে ইস্টবেঙ্গলের অন্যতম প্রধান ভরসা হবেন অভিজ্ঞ আদিত্য পাত্র, গৌরব সাউ ও জুলফিকার গাজিরাও। এছাড়াও বাগানের অন্যতম প্রধান ক্ষেত্র রক্ষণভাগ সামলাতে মাঠে নামতে পারেন চাকু মান্ডি, সুমন দে, ও অতি পরিচিত মনোতোষ চাকলাদার, আদিল আমন ও সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের চেনা মুখ বিক্রম প্রধানরা।

অন্যদিকে লাল হলুদের মাঝ মাঠের দায়িত্ব সামলাবেন তন্ময় দাস। শোনা যাচ্ছে, সেই সাথেই লাল হলুদে থাকবেন গতবারের নাসিব রহমান ও সঞ্জয়রা। আরও বলি, বাগান প্রতিবেশীর দুই উইংয়ে ভরসা জোগাবেন সায়ন ব্যানার্জি ও আমন সিকে।। তাছাড়াও শক্তিশালী ডেভিড ও পিভি বিষ্ণুরা তো রয়েছেনই।

Leave a Comment