৪৩ বছরেই প্রয়াত ব্রাজিলের সুপারস্টার কাকা? ছড়িয়ে পড়ল মৃত্যুর খবর

Kaká Death Fact Check know the truth

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রয়াত হয়েছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা কাকা! কয়েকদিন ধরে এমন খবরেই তোলপাড় নেট মাধ্যম (Kaká Death Fact Check)। শোনা যাচ্ছে, 43 বছরেই নাকি অকাল প্রয়াণ হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারের। কিন্তু এই খবর আদৌ সত্য? অনেকেই কাকার মৃত্যুর খবর পেয়ে RIP লিখে শোক প্রকাশ করেছেন ইতিমধ্যেই। কিন্তু এই খবর কতটা সত্য? সত্যিই কি আর জীবিত নেই ব্রাজিলের ফুটবলের রংবাজ?

প্রয়াত হয়েছেন কাকা?

সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরে যা ছড়াচ্ছে অর্থাৎ কাকা আর নেই এই খবর একেবারেই সত্যি নয়। বহু নেট নাগরিক খবরের সত্যতা যাচাই না করেই ব্রাজিলিয়ান সুপারস্টারের মৃত্যুর খবর একে অপরের মধ্যে ভাগ করে নিচ্ছেন। কিন্তু আসল সত্য হলো, একেবারে সুস্থভাবে জীবন যাপন করছেন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার। এ ঘটনায়, কাকা ভক্তদের অনেকেই নেট দুনিয়ার বড় রোগ অর্থাৎ ভুয়ো খবর ছড়ানোর বিষয়টিকে একেবারে এক হাত নিয়েছেন।

ব্রাজিলিয়ান স্টারের ভক্ত মন্ডলীর যেটা দাবি, এই মুহূর্তে কোন খবর কতটা সত্য তা যাচাই করে দেখার অনেক রাস্তা রয়েছে। Google এর AI Tools এবং Fact Check Tools সহ অন্যান্য জনপ্রিয় ইন্টারন্যাশনাল নিউজ পেপারের খবরের উপরেও আস্থা রাখা যেতে পারে। কিন্তু সেসব না করেই কাকার মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়াটা শুধু রোগ নয় বরং বড় ধরনের ক্রাইম বলেই মনে করছেন প্রাক্তন ফুটবলারের ভক্তরা।

অবশ্যই পড়ুন: কবে শুরু হবে SSC নবম-দশমের নিয়োগ প্রক্রিয়া? যা জানা গেল

কাকার উজ্জ্বল কেরিয়ার

প্রথমেই বলে রাখি, ব্রাজিলের কাকার আসল নাম রিকার্ডো ইজেকসন স্যান্টোসের লেইতে। ব্রাজিলিয়ান সুপারস্টার সম্পর্কে লিখে শেষ করা যাবে না। তবুও জানার স্বার্থে বলি, ব্রাজিলের হয়ে 2002 এর বিশ্বকাপ জিতেছিলেন কাকা। এছাড়াও 2005 এবং 2009 সালে ব্রাজিলের জার্সি গায়েই ফিফা কনফেডারেশন কাপ জিতে ছিলেন তাঁরা। আন্তর্জাতিক ফুটবলে অসামান্য অবদানের জন্য 2007 সালে ব্যালন ডি অর জিতেছিলেন তিনি। বলে রাখি, ব্রাজিলের জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, এসি মিলনের মতো একাধিক জনপ্রিয় দলে দাপিয়ে ফুটবল খেলেছেন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার। শোনা যাচ্ছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের আগেই ব্রাজিলের জাতীয় দলে কোচিং স্টাফ হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

Leave a Comment