সৌভিক মুখার্জী, কলকাতা: ফের বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় নেপালি গায়ক তথা অভিনেতা প্রশান্ত তামাং (Prashant Tamang Death)। ইন্ডিয়ান আইডল সিজন ৩ এর বিজয়ী হিসেবে যিনি পরিচিতি পেয়েছিলেন, তিনিই সাম্প্রতিক সময়ে ‘পাতাললোক ২’ ওয়েবসিরিজে খলনায়ক চরিত্রে অভিনয় করে নতুন দর্শকদের নজর কাড়তেন। তবে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সহশিল্পী থেকে শুরু করে গোটা ইন্ডাস্ট্রি।
হঠাৎ অসুস্থতা থেকেই মৃত্যু
সূত্রের খবর, রবিবার সকালে দিল্লির দ্বারকার একটি হাসপাতালে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রশান্ত তামাং-কে মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে দিল্লিতে ফিরছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, মৃত্যুর আগে তাঁর কোনও গুরুতর শারীরিক অসুস্থতা ছিল না। সেই কারণে আকস্মিক মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
উইকিপিডিয়া ঘেঁটে জানা গেল, ১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিং-এ জন্ম হয় প্রশান্ত তামাং-এর। দার্জিলিং-এ স্ত্রী ও কন্যার সঙ্গে বসবাস করতেন গায়ক। তবে অভিনয় ও গানের কাজ থাকলেও কখনও পাকাপাকি ভাবে মুম্বাইতে তিনি থাকেননি। আবার একসময় কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, যা তাঁকে বাংলার মানুষদের কাছে আরও আপন করে তুলেছিল।
তবে পুলিশের চাকরি করার সময় সহকর্মীদের উৎসাহে গানের প্রতি তাঁর মনোযোগ বাড়ে। পরে ইন্ডিয়ান আইডল সিজন ৩-এ অডিশনে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়ে রাতারাতি গোটা দেশের কাছে পরিচিত লাভ করেন। পরবর্তী সময়ে নেপালের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি এবং দেশ-বিদেশে নিয়মিত গানের অনুষ্ঠান করতেন। এদিকে সম্প্রতি ‘পাতাললোক ২’-এ তাঁর অভিনয় দর্শক এবং সমালোচকদের কাছে প্রশংসা কুড়িয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: কমবে যানজট, কেষ্টপুর খালের ওপর তৃতীয় বেলি ব্রিজের কাজ শুরু
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
প্রশান্ত তামাং-এর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ইন্ডিয়ান আইডল খ্যাত ও জাতীয় স্তরে পরিচিত এক শিল্পীর আকস্মিক এবং অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। দার্জিলিং এর ভূমিপুত্র হওয়া এবং এক সময় কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি বাংলার মানুষের কাছে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। তাঁর পরিবার, বন্ধু আর অনুরাগেদের জন্য আমার সমবেদনা রইল।
Saddened by the sudden and untimely demise today of Prashant Tamang, the popular singer of ‘ Indian Idol’ fame and an artist of national renown.
His roots in our Darjeeling hills and one-time association with Kolkata Police made him particularly dear to us in Bengal.
I convey…
— Mamata Banerjee (@MamataOfficial) January 11, 2026