৪৫০০ কিমি দূর, ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই কীভাবে দিল্লির পৌঁছল! রয়েছে বড় কারণ

Ethiopia Volcanic Ash

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ১০ বছর পর জেগে উঠেছে ইথিওপিয়ার ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরি। সেই অগ্নুৎপাতের ছাই (Ethiopia Volcanic Ash) এসে পৌঁছেছে দিল্লিতে। এমনকি গুজরাট সহ উত্তরপ্রদেশ এবং হরিয়ানার আকাশ দেখা যাচ্ছে সেই ছাই। জানা গিয়েছে, অগ্নুৎপাতের প্রবল ধাক্কায় ছায় উঠেছে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত। কিন্তু কীভাবে এতদূর পর্যন্ত উড়ে আসলে ওই ছাই? ঘনাচ্ছে রহস্য।

‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরির ছাই এতদূর আসার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, অগ্নুৎপাতের বিস্ফোরণে প্রবল ধাক্কায় সেই ছাই ১৫ হাজার থেকে ২৫ হাজার ফুট উচ্চতায় উঠে যায়। এরপর তীব্র উচ্চতার বাতাস ওই ছাইকে ভাসিয়ে লোহিত সাগরের উপর দিয়ে নিয়ে আসে। এরপর তা ভেসে যায় ইয়েমেন এবং ওমেনের দিকে। শেষ পর্যন্ত বাতাসের সঙ্গে ধাক্কা খেতে খেতে তা আরব সাগরের উপরে এসে পড়ে। তবে সেই ছাই পূর্বদিকে অগ্রসর হওয়ার আগেই গুজরাট এবং রাজস্থানের মতো রাজ্যগুলির উপর দিয়ে ভারতে প্রবেশ করেছিল।

আমজনতার এতে কী অসুবিধা হতে পারে?

এখন এই প্রশ্ন স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে যে সাধারণ মানুষের উপর কি এই ছাইয়ের কোনও প্রভাব পড়বে? বিশেষজ্ঞরা জানাচ্ছে, এই ছাইয়ের প্রভাবে সাধারণ মানুষের কোনওরকম দূষণজনিত সমস্যা হবে না। তবে আকাশ কিছুটা ঘোলাটে দেখাতে পারে। আর সূর্যোদয়ের সময় আকাশের রং খানিকটা বদলে যেতে পারে। কিছু জায়গায় আকাশ থেকে ছাই ঝরেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। যেহেতু ছাই প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় রয়েছে, তাই সেরকম কোনও ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুনঃ বীমা শেষ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের, বাতিল হাওয়াই সফর! সড়কপথেই গেলেন মমতা

উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর পর এই আগ্নেয়গিরিটি জেগে ওঠায় বিজ্ঞানীরা এটিকে ঐতিহাসিক আর বিরল ঘটনা বলে ব্যাখ্যা করছে। ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরির এই অগ্নুৎপাতে গোটা বিশ্বের উড়ান চলাচলও ব্যাহত হয়েছে। এমনকি দিল্লিতে পড়েছে প্রভাব। বলাই বাহুল্য, ছাইয়ের অভিমুখ নিয়ন্ত্রণে বায়ুপ্রবাহ সবথেকে বড় ভূমিকা পালন করছে। সে কারণেই দিল্লি এনসিআর অঞ্চলে শেষ পর্যন্ত এই ছাই এসে পৌঁছেছে।

Leave a Comment