৪,৫৯৪ কোটি টাকা বিনিয়োগ! তিন রাজ্যে ৪টি নতুন সেমিকন্ডাক্টর হাবের অনুমোদন

Semiconductor Project

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের প্রযুক্তি ও শিল্প খাতে এবার নতুন দিগন্ত খুলতে চলেছে। হ্যাঁ, মঙ্গলবার নয়া দিল্লিতে এক প্রেস কনফারেন্সে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিলেন, মোট 4594 কোটি টাকা বিনিয়োগ করে চারটি নতুন সেমিকন্ডাক্টর প্রকল্প (Semiconductor Project) অনুমোদন করা হয়েছে। আর এর মধ্যে দুটি হবে উড়িষ্যায়, একটি পাঞ্জাবে আর একটি অন্ধ্রপ্রদেশে। 

সেমিকন্ডাক্টর হাব হবে এবার ভারত

কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সেমিকন্ডাক্টর এমন একটি শিল্প, যা ছাড়া কোনো দেশের উন্নতি হতে পারে না। হ্যাঁ, আগেই অনুমোদিত হয়েছিল ছয়টি প্রকল্প, যা বছরে 24 বিলিয়ন চিপ উৎপাদন করতে পারে। আর এই নতুন চারটি প্রকল্প এবার সেই ক্ষমতাকে আরো বাড়াবে, তা বলার অপেক্ষা রাখে না। 

উল্লেখ্য, নতুন এই উদ্যোগের মধ্যে অন্যতম হলে ভুবনেশ্বরের সিলিকন কার্বাইড উৎপাদন কারখানা। আর এটিই হবে অত্যাধুনিক গবেষণা কেন্দ্র, যেখানে আইআইটি ভুবনেশ্বরিয়ার গবেষকরা থাকবে। পাশাপাশি সিলিকন কার্বাইড তৈরির প্রক্রিয়া এখানে খুব সূক্ষ্মভাবেই হবে। পাউডারকে 20,400 ডিগ্রি তাপে উত্তপ্ত করে তা ক্রিস্টালের উপর জমাট বাঁধানো হবে। তারপরেই ওয়েফার তৈরি করা হবে।

উড়িষ্যায় 3D গ্লাস ফ্যাক্টরি

এদিকে উড়িষ্যায় তৈরি হবে 3D গ্লাস ফ্যাক্টরি, যেখানে ইন্টেল ইতিমধ্যেই বিনিয়োগ করে ফেলেছে। আর খুব শীঘ্রই লকহিড মার্টিনসহ বিশ্বের নামীদামী সংস্থাগুলো এখানে বিনিয়োগ করবে বলে জানা যাচ্ছে। আর এই প্রযুক্তি বহুমাত্রিক প্যাকেজিং-এর মাধ্যমে প্রতিরক্ষা থেকে শুরু করে মহাকাশ, রাডার, ওয়ারলেস বা হাই পাওয়ার কম্পিউটিং সিস্টেমে ব্যবহার করা হবে। 

পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশে সেমিকন্ডাক্টর প্রকল্প

এদিকে পাঞ্জাবের কন্টিনেন্টাল ডিভাইস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একটি কোরিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করে ফেলেছে। আর ইতিমধ্যেই এটি MOSFET-এর মতো বিশেষ ডিভাইস তৈরি করে ফেলেছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে অ্যাডভান্স সিস্টেম-ইন প্যাকেজ টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড আধুনিক সেমিকন্ডাক্টর প্যাকেজিং-এ বিনিয়োগ করবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ শিক্ষক-পড়ুয়ার অভাবে তালা পড়ছে একের পর এক স্কুলে, বেহাল দশা জেলার

কেন্দ্রীয় মন্ত্রী মনে করছে, এই চারটি প্রকল্প শুধুমাত্র ভারতে উৎপাদন বাড়াবে না, বরং উচ্চ গবেষণা বা প্রযুক্তি, প্রতিরক্ষা বা শিল্পখাতে বিনিয়োগের নতুন দিগন্ত খুলে দেবে। সেমিকন্ডাক্টর উৎপাদনে আর্তনির্ভর হওয়ার মাধ্যমে ভারত যে প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের শক্তিশালী দেশে পরিণত হবে, তা বলার অপেক্ষা রাখে না। 

Leave a Comment