প্রীতি পোদ্দার, কলকাতা: আগেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল যে নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার যুগলবন্দিতে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এবার সেই আশঙ্কায় সত্যি হল গতকাল রাত থেকেই ভারী বৃষ্টির দাপটে গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রীতিমত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
জল ছাড়তে চলেছে DVC!
এখনও থামেনি সেই বৃষ্টি, এদিকে কলকাতার অর্ধেক অংশ প্রায় জলের তলায়, আর এই দুর্যোগ পরিস্থিতিতে এবার ভয় দেখাচ্ছে DVC। টানা বৃষ্টির মাঝেই দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছাড়ার পরিমাণ আরও বাড়াতে চলেছে। এই জলছাড়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণবঙ্গের বিভিন্ন নদী ও জলাশয়ের জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বানভাসি অবস্থা হতে চলেছে, হাওড়া হুগলিবাসীর।
প্লাবনের আশঙ্কা জেলায় জেলায়
DVC সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই অতিবৃষ্টির কারণে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ৪৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।পাশাপাশি মাইথন ও পাঞ্চেত থেকেও নাকি ছাড়া হয়েছে আরও ৪০ হাজার কিউসেক জল। একেতেই ভারী বৃষ্টি তার উপর জল ছাড়ায় দক্ষিণবঙ্গ জুড়ে বাড়ছে প্লাবনের আশঙ্কা। আর সেই আশঙ্কার মাঝে আরও জল ছাড়তে চলেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। মেঘভাঙা বৃষ্টির কারণে ব্যারেজে জলস্তর বেড়ে যাওয়ায় অতিরিক্ত ৬ হাজার কিউসেক জল ছাড়তে শুরু করেছে তাঁরা।
আরও পড়ুন: ভোলবদল রেলের! বাতিল ২৫ শতাংশের নিয়ম, ওয়েটিং লিস্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত
সতর্কবার্তা প্রশাসনের
এদিকে DVC-র তরফ থেকে অতিরিক্ত জল ছাড়ায় হাওড়া ও হুগলি জেলার অবস্থা আরও খারাপ হতে চলেছে। যদিও এটি প্রথমবার নয়, এর আগেও ডিভিসির জলছাড়ার ফলে বহু এলাকা, ঘরবাড়ি, ফসল নষ্ট হয়েছিল। এবারও সেই একই চিত্র দেখতেচলেছে গোটা বাংলা। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জেলা স্তরে নজরদারি বাড়ানো হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।