৪৮ বলে ৮ ছয়, ৭ চারের সাহায্যে ১০৮ রান! এশিয়া কাপের আগেই তাণ্ডব রিঙ্কু সিংয়ের

Rinku Singh scored century before Asia Cup 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের প্রাক্কালে ব্যাট হাতে নিজের জাত চেনালেন ভারতীয় তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। আসন্ন সেপ্টেম্বরের বহু অপেক্ষিত টুর্নামেন্টের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন নাইট তারকা রিঙ্কু। রিপোর্ট অনুযায়ী, ফর্মে থাকা শ্রেয়স আইয়ারের পরিবর্তে তাঁর উপর ভরসা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তাতেই উঠছে প্রশ্ন। সমর্থকদের একটা বড় অংশের দাবি, আইয়ারের মতো একজন ক্রিকেটারকে বাদ দিয়ে রিঙ্কুকে দলে রাখাটা একেবারেই যথার্থ সিদ্ধান্ত নয়! আর ঠিক সেই আবহে ব্যাট হাতে 22 গজে নিজেকে প্রমাণ করলেন রিঙ্কু।

এশিয়া কাপের আগেই জ্বলে উঠলেন রিঙ্কু সিং

সম্প্রতি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান রিঙ্কু ইউপি টি-টোয়েন্টি লিগের নবমতম ম্যাচে মিরাট ম্যাভেরিক্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। এদিন একানা ক্রিকেট স্টেডিয়ামে গোরক্ষপুর লায়ন্সের বিরুদ্ধে মাঠে নেমেই প্রতিপক্ষের বোলারদের পিটিয়ে সেঞ্চুরি হাঁকান রিঙ্কু। সেই সাথেই জয় হয় মিরাটের।

বলা বাহুল্য, এদিন প্রতিপক্ষ গোরক্ষপুর লায়ন্সের বিরুদ্ধে জ্বলে উঠে একাই 48 বলে 108 রান করেছিলেন নাইট তারকা রিঙ্কু। প্রতিপক্ষকে লাল চোখ দেখিয়ে 7টি চার ও 8টি ছয় হাঁকান তিনি। আর সেই সুবাদেই 6 উইকেটে লায়ন্সদের পরাস্ত করে মিরাট ম্যাভেরিক্স। আর এই জয়ের ম্যাচে রিঙ্কু প্রমাণ করেছেন তিনি এশিয়া কাপের ভারতীয় দলে কতটা যোগ্য।

 

অবশ্যই পড়ুন: শুটিংয়ে জোড়া সোনা আসানসোলের অভিনবর, কাজাখস্তানে বিরাট কীর্তি বাংলার কিশোরের

রিঙ্কুর দৌলতে হারতে থাকা ম্যাচ জিতে যায় মিরাট

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের একানা স্টেডিয়ামে 20 ওভারের নির্ধারিত সময়ে প্রতিপক্ষ মিরাটকে 168 রানের লক্ষ্য ছুঁড়ে দেয় গোরক্ষপুর লায়ন্স। তবে সেই নির্ধারিত লক্ষ্য পূরণ করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি মিরাটে। প্রথমেই যথাক্রমে 11 ও 10 রানে আউট হয়ে যান অক্ষয় দুবে এবং স্বস্তিক চিকারা।

এরপর ব্যাট হাতে মাঠ দখল করলেও দলের হয়ে সে অর্থে কিছুই করতে পারেননি ঋতুরাজ শর্মা, মাধব কৌশিকরা। এমতাবস্থায়, দলের দুঃসময়ে একেবারে ঢাল হয়ে দাঁড়ান রিঙ্কু। একার হাতে ব্যাট ঘুরিয়ে 48 বলে 108 রান করে হারতে থাকা ম্যাচ জিতিয়ে দেন তিনি। জয় নিশ্চিত হতেই রিঙ্কুকে ঘিরে তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়েন মিরাট ম্যাভেরিক্স দলের ক্রিকেটার থেকে শুরু করে সদস্যরা।

Leave a Comment